Indian Political(ভারতীয় সংবিধান) GK Question & Answer in Bengali | Part 1: চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন ও উত্তর। চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Indian Political(ভারতীয় সংবিধান) GK Question & Answer in Bengali ।
Indian Political GK Question & Answer in Bengali( ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন উত্তর):
1) রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণা কত নং ধারা অনুসারে হয়?
উ: 356 নং ধারা।
2) অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী?
উ: 360 নং ধারা।
3) ভারতীয় সংবিধান সংশোধন করার পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে?
উ: 368 নং ধারা।
4) ভারতীয় সংবিধানের প্রথম তপসিলের প্রতিপাদ্য বিষয় কি?
উ: রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।
5) ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিলের প্রতিপাদ্য বিষয় কি?
উ: বেতন ও ভাতা সংক্রান্ত।
6) ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের প্রতিপাদ্য বিষয় কি?
উ: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যৌথ তালিকা।
7) ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে প্রাথমিকভাবে কয়টি ভাষার উল্লেখ ছিল?
উ: 14 টি।
8) ভারতীয় সংবিধানের দশম তফসিলের প্রতিপাদ্য বিষয় কি?
উ: দলত্যাগ বিরোধী আইন।
9) ভারতীয় সংবিধানের নবম তফসিলের প্রতিপাদ্য বিষয় কি?
উ: ভূমি সংস্কার।
10) নগর পালিকা আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্গত?
উ: দ্বাদশ তফসিল।
11) ভারতের সুপ্রিম নির্দেশক কাকে বলা হয়?
উ: রাষ্ট্রপতি।
12) রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন?
উ: লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্য।
13) রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উ: 35 বছর।
14) ভারতের শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী কে?
উ: মন্ত্রিসভা।
15) রাষ্ট্রপতিকে বরখাস্ত করার জন্য ইমপিচমেন্টের জন্য কতদিনের নোটিশ দেওয়ার প্রয়োজন?
উ: 14 দিন।
16) ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়েছিল?
উ: 1962 সালে।
17) ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে?
উ: রাষ্ট্রপতি।
18) রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পাঠানো?
উ: উপরাষ্ট্রপতি।
19) উপরাষ্ট্রপতির বর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেন?
উ: স্পিকার।
20) রাষ্ট্রপতি কে পদচ্যুত করতে উচ্চ বা নিম্নকক্ষের কমপক্ষে কত জন সদস্যের স্বাক্ষরিত নোটিশ দেওয়া প্রয়োজন?
উ: মোট সদস্যের এক চতুর্থাংশ।
21) রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে?
উ: 6 মাস।
22) ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে?
উ: 35 বছর।
23) ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিক কাল তার পদ অলংকৃত করেছেন?
উ: এস রাধাকৃষ্ণাণ।
24) উপ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উ: লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা।
25) রাষ্ট্রপতি কোন বিষয়ে পুনর্বিবেচনার জন্য কতবার বিল ফেরত পাঠাতে পারেন?
উ: একবার।
26) প্রতিবছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন?
উ: রাষ্ট্রপতি।
27) সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
উ: স্পিকার।
28) রাষ্ট্রপতি কোন বিলের ক্ষেত্রে স্বাক্ষর করতে বাধ্য থাকেন?
উ: অর্থ বিল।
29) কার স্বাক্ষর ছাড়া কোন বিল আইনে পরিণত হতে পারে না?
উ: রাষ্ট্রপতি।
30) মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধের শাস্তি কে মুকুব করতে পারেন?
উ: রাষ্ট্রপতি।
31) প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উ: রাষ্ট্রপতি।
32) মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারেন?
উ: সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই।
33) ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে নিযুক্ত করেন?
উ: রাষ্ট্রপতি।
34) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?
উ: রাষ্ট্রপতি।
35) রাষ্ট্রপতিকে সংসদের সদস্য বলা হয় না কেন?
উ: তিনি লাভজনক অফিসের অধিকারী।
36) লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন?
উ: স্পিকার কে।
37) সংসদের উভয় কক্ষের যুক্ত বৈঠকে সভাপতিত্ব কে করেন?
উ: লোকসভার অধ্যক্ষ।
38) অর্থ বিধেয়ক কার অনুমতি ভিন্ন লোকসভায় উত্থাপন করা যায় না?
উ: রাষ্ট্রপতি।
39) রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন?
উ: পদাধিকার বলে উপরাষ্ট্রপতি।
40) অর্থ বিধেয়ক কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায়?
উ: কেবলমাত্র লোকসভায়।
41) পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কত?
উ: 22 জন।
42) পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকেন?
উ: 15 জন।
43) কোন বিধেয়ক কেবলমাত্র সংসদের প্রত্যেক কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাধিক্যের সমর্থন ছাড়া গৃহীত হয় না?
উ: সংবিধান সংশোধন বিধেয়ক।
44) রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন?
উ: রাজ্যপাল।
45) পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ করা হয় কোন সালে?
উ: 1969 সালে।
46) প্রথম অর্থ কমিশন এর সভাপতি কে ছিলেন?
উ: ক্ষিতীশ চন্দ্র নিয়োগী।
47) ভারতে কবে প্রথম পরিকল্পনা কমিশন গঠিত হয়?
উ: 1950 সালে।
48) প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন?
উ: জহরলাল নেহেরু।
49) জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়?
উ: 1952 সালে।
50) জাতীয় সংহতি পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উ:1986 সালে।
এছাড়া দেখে নাওঃ
Indian Polity GK PDF in Bengali for Competitive
Indian History GK in Bengali pdf- ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর
প্রাচীন ভারতের ইতিহাস(Ancient History GK in Bengali) PDF Download
Study Solve Online Home Page | Click Here |