[Important Question Paper for HS Education Students ] [Sub-Education] [ Part-A, Marks-40]
1.যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a). মূক ও বধির কী? এদের শিক্ষাদানের চারটি পদ্ধতি আলােচনা করাে।
(b). ভারতবর্ষে সাক্ষরতা প্রসারের উদ্দেশ্যগুলি আলােচনা করাে।
2.যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a). ডেলরের কমিশন অনুযায়ী শিক্ষার স্তম্ভগুলি কী কী? জানার জন্য শিক্ষা’ বক্তব্যটি অর্থ নিজের ভাষায় লেখাে
(b). হার্ডওয়ার ও সফটওয়ার বলতে কী বােঝ? শিক্ষায় শিক্ষা প্রযুক্তির যে কোনাে একটি অবদান উল্লেখ করাে।
3.যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a). পরিণমন কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলােচনা করাে।
(b). অদৃষ্টিমূলক শিক্ষা বলতে কী বােঝ? এই প্রসঙ্গে গেস্টাল্ট তত্ত্ব আলােচনা করাে।
(c). কেন্দ্রিয় প্রবণতার পরিমাপ বলতে কী বােঝ?
নিম্নলিখিত স্কোর থেকে হিস্টোগ্রাম নির্ণয় কর।
স্কোর: [25-39], [30-34], [35-39], [40-44], [45-49], [50-54]
পরিসংখ্যা (f): 6, 7, 12, 9, 5, 1
4.যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a). জাতীয় শিক্ষানীতিতে (1986 সাল) শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস সম্পর্কে যে
আলােচনা করা হয়েছে তা উল্লেখ করাে।
(b). উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারী কমিশনের সুপারিশগুলি কী ছিল?
(c). বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষার ধারণা ব্যক্ত করে। এই প্রসঙ্গে ওই শিক্ষার পাঠক্রম ও কোঠারি কমিশনের
সুপারিশগুলি উল্লেখ করাে।
এছাড়াও অন্যান্য MCQ প্রশ্নের এবং উত্তরের জন্য নিচে কিছু লিংক দেওয়া হলো-
WBCHSE Education Suggestion for HS Students 2020
Best Geography MCQ for HS Students[WBCHSE]
Best Education MCQ for HS Students Exam 2020