ICT Book PDF (2022) in Bengali Free PDF Download: এখানে আই সি টি বই ২০২২ বাংলা বইটি শেয়ার করা হয়েছে। বইটি তথ্য ও যোগাযোগ পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে । বইটি শিক্ষামূলক উদ্দেশ্য শেয়ার করা হয়েছে যাতে কোন শিক্ষার্থীর( বাংলাদেশ অথবা ভারত) কাজে লাগে। বইটিতে যোগাযোগ ব্যবস্থা এবং নেটওয়ার্কিং, নম্বর সিস্টেম, ডিজিটাল ডিভাইস এবং প্রোগ্রামিং ভাষাগুলির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যতটা সম্ভব বিশ্লেষণাত্মক, সহজ এবং স্পষ্ট ভাষায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
Book Name | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology) or ICT |
Author |
Mahbubur Rahman |
Language | Bengali |
Version | |
Size | 40MB |
File Location Location | Google Drive |
ICT Book PDF (2022) in Bengali Free PDF Download: বইটির কিছু অংশ এখানে দেওযায় হলঃ
কম্পিউটার (Computer)
কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি। Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতাে। কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটি হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের অনেক কাজ করা যায়। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় ন্যানােসেকেন্ড (NS) এ। ন্যানােসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অনেক বর্তনী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাংগুয়েজ বা কম্পিউটারের ভাষা। কম্পিউটারের বােধগম্য এ ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে কম্পিউটার ফলাফল প্রদান করে। কম্পিউটারের এ নির্দেশাবলিকে বলা হয় প্রােগ্রাম। প্রােগ্রাম ছাড়া কম্পিউটার একটি জড় পদার্থ ভিন্ন আর কিছু নয়। উপযুক্ত প্রােগ্রামের ফলে কম্পিউটার জড় পদার্থ হতে গাণিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে। কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে।
বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার (Application of Computer in various fields)
১. ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখির কাজে টাইপরাইটারের বিকল্প হিসেবে অফিস আদালতে কম্পিউটার ব্যবহৃত হয়।
২. ব্যাংকিং, শেয়ার বাজার ও ইস্যুরেন্স ইত্যাদি প্রতিষ্ঠানে লেনদেনের হিসাব তৈরি ও সংরক্ষণের কাজে গতানুগতিক
পদ্ধতি বাদ দিয়ে আজকাল কম্পিউটার ব্যবহার করা হয়।
৩. অফিসের যাবতীয় ব্যবস্থাপনার কাজে আজকাল কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৪. শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি পরিচালনা বা নিয়ন্ত্রণের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৫. যন্ত্রপাতি, মােটরগাড়ি, জাহাজ, এ্যারােপ্লেন, ঘরবাড়ি, ব্রিজ ইত্যাদি ডিজাইন করার ক্ষেত্রে।
৬. শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে।
৭. একস্থান থেকে অন্য স্থানে সংবাদ প্রেরণের ক্ষেত্রে।
৮. বিনােদনের ক্ষেত্রে যেমন টিভি দেখা, ভিডিও দেখা ও গান বাজানাে ইত্যাদি।
৯. মুদ্রণশিল্পে প্রকাশনামূলক যে কোন কাজে।
১০. যােগাযােগ ব্যবস্থার টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রান্সপাের্টের ডিরেকশন ও গতি নির্ণয়ের কাজে।
১১. আধুনিক সামরিক বাহিনীতে নিরাপত্তা রক্ষী হিসেবে।
১২, আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণের কাজে।
কম্পিউটিং (Computing)
কম্পিউটিং হলাে সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পৃক্ত কার্যাবলি যা কোন নির্দিষ্ট উদ্দেশ্যে সম্পাদিত হয়ে থাকে। অন্য কথায় এটি কম্পিউটারের মাধ্যমে কোন সুনির্দিষ্ট সমাধানে সংঘটিত কার্যাবলিকে নির্দেশ করে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম ডিজাইন, তৈরি ও উন্নয়ন করা, বিভিন্ন ধরনের তথ্যকে সংগঠিত, ব্যবস্থাপনা ও প্রসেসিংকরণ, কম্পিউটার বিষয়ে কম্পিউটারের মাধ্যমে গবেষণা করা, কম্পিউটার সিস্টেমের বুদ্ধিমত্তার উন্নয়ন, যােগাযােগ ও বিনােদনমূলক মিডিয়া তৈরি ও তা কম্পিউটার ব্যবহার করে পরিচালনা করা এ সকল বিষয় কম্পিউটিং এর অন্তর্ভুক্ত। কম্পিউটিং এর ক্ষেত্রগুলাের মধ্যে রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিস্টেম এবং তথ্য প্রযুক্তি।
তথ্য প্রযুক্তি (Information Technology) : কম্পিউটার এবং টেলিযােগাযােগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরুণ,
সংবক্ষণ, প্রক্রিকা এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি কা হয়।
কম্পিউটার (Computer) : একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র, যা নিজ স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়া প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে।
স্যাটেলাইট (Satellite) : পৃথিবীর ঢাদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তাববিহীন বিসিভাৰ/ট্রিান্সমিটার হলে।
স্যাটেলাইট।
ইন্টারনেট (Internet) : ইন্টারনেট হলাে পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে নেটওয়ার্লে নেটওয়ার্ক বা ইন্টাৰনেটওয়ার্কও বলা হয়। বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কে সমন্বিত ব্যবস্থাই ইন্টারনেট।
ই-মেইল (E-inail); ই-মেইল হলাে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান ব্যবহা।
মােবাইল ফোন (Mobile Phone) : মােবাইল ফোন হলাে একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা বেস স্টেশনের একটি সেনাব নেটওয়ার্নে মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী বেডিও টেলিকমিউনিকেশন্সকে ব্যবহার করে থাকে। এ ফোনকে মােবাইল, সেলুলার ফোন, সেলফেন নামেও ডাকা হয়।
টেলিকনফারেন্সিং (Teleconferencing) : টেলিফোন সংযােগ ব্যবহার করে কম্পিউটার অডিও-মডেম-ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং।
ভিডিও কনফারেন্সিং (Video Conferencing) : ভিডিও কনফারেন্সিং হলাে একৰি ইন্টারঅ্যাকটিভ টেলিযােগাযােগ প্রযুক্তি যেগুলো দুই বা ততােধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যােগাযােগ স্থাপনের সুযােগ দেয়।
***ডাউনলোড সমস্যা হলে নিচে কমেন্ট করে জানান।
এছাড়াও দেখে নিতে পারোঃ
ICT Computer Exam Question & Answer Bengali PDF (ICT প্রশ্ন উত্তর pdf)
Computer MCQ PDF in Bengali( কম্পিউটার প্রশ্ন ও উত্তর) PDF
কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরুপ/পুরোনাম/সম্পূর্ণ নাম