How to Become a Website Designer in Bengali? কিভাবে ওয়েবসাইট ডিজাইনার হওয়া যায়?
আজকাল সব কিছু বিষয়ই অনলাইন হয়ে যাচ্ছে। ছোট বড় যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের ব্রান্ড কে তুলে ধরার জন্য ওয়েব ডিজাইনের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিচ্ছেন। কিভাবে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়া যায় আজকের পোস্টটিতে আমি আলোচনা করছি।
বাংলা কোডিং বই প্রোগ্রামিং এর আশ্চর্যজগৎ PDF ডাউনলোড করুন
কিভাবে একজন ওয়েব ডিজাইনার হওয়া যায় এটা আলোচনার পূর্বে জেনে নেওয়া যাক ওয়েব ডিজাইনার কাকে বলে?
ওয়েব ডিজাইনার হলো এমন একজন ব্যক্তি যিনি ওয়েবসাইট ডিজাইন বা নকশা করে থাকেন। ওয়েব ডিজাইনের কাজ হলো একটা ওয়েবসাইটকে সুন্দর আকর্ষণীয় করে তোলা। একজন ওয়েব ডিজাইনার একটি ওয়েবসাইটের পেজকে কোডিং করে আকর্ষণীয় করে তোলে।
যেহেতু দিন দিন অনলাইনের গুরুত্ব বেড়ে যাচ্ছে এবং প্রতিটি মানুষ অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেহেতু ওয়েব ডিজাইন পেশাটির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে।
একজন ওয়েব ডিজাইনার মাসে 10 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।
আপনার যদি প্রথাগত শিক্ষায় মন না থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই । আপনি ওয়েব ডিজাইনিং করে অনেক টাকা আয় করতে পারবেন।
কিন্তু ওয়েব ডিজাইনিং শেখার জন্য আপনাকে creativity হতে হবে। আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং গভীর চিন্তা-ভাবনা দ্বারা একটা সুন্দর ওয়েবসাইটের পেজ তৈরি করতে সক্ষম হবেন।
ওয়েব ডিজাইন শেখার জন্য গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট করার দরকার হয় না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর থেকেই ওয়েব ডিজাইনিং শেখা শুরু করা যায়।
ওয়েব ডিজাইন শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে গুগলে সার্চ করলে এইরকম কিছু প্রতিষ্ঠানের নাম পাবেন। এছাড়া অনলাইনে অসংখ্য ফ্রী কোর্স পেইড কোর্স-এর মাধ্যমেও ওয়েব ডিজাইনিং শেখা যায়।
ওয়েব ডিজাইন শেখার পর বিভিন্ন কোম্পানিতে একটি নির্দিষ্ট বেতন হিসেবে কাজ পাওয়া যায়। এছাড়া ঘরে বসেও বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে কাজ করা যায়। গুগোল এ সার্চ করলে অসংখ্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সন্ধান পাওয়া যাবে।
ওয়েবসাইট ডিজাইনটিকে আপনি Part Time Career (পার্টটাইম ক্যারিয়ার) অথবা Fulltime Career(ফুল টাইম ক্যারিয়ার) হিসেবে বেছে নিতে পারেন।
ওয়েব ডিজাইনিংয়ে কোর্স করার জন্য, নিম্নলিখিত বিষয়গুলি প্রয়োজনীয়:
বেসিক কম্পিউটার নলেজ
ফটোশপ
কালার সেন্স
ভাবনা শক্তি
ডিজাইনিং সেন্স
এইচটিএমএল
সিএসএস
জাভাস্ক্রিপ্ট
ওয়েব ডিজাইন শেখার জন্য নিন্মলিখিত ওয়েবসাইটগুলি ফলো করুন:
http://www.w3schools.com
http://getbootstrap.com
ওয়েবডিজাইন শেখার পর অনলাইনে কাজ পাবেন যে ওয়েবসাইটগুলিতে:
upwork.com
freelancer.com
Fiverr.com
এছাড়া আরো অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে কাজ পেতে পারেন।
Bengali Web Design and Developing Free PDF Books Download
পাইথন শেখার বাংলা বই (python programing bangla book pdf) ডাউনলোড করুন