১) কোন কোষের তড়িচ্চালক বলের একক কি?
ক) অ্যাম্পিয়ার
খ)ভোল্ট
গ)ওহম
ঘ)কুলম্ব
২)দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি কোন তারের ব্যাস কে দ্বিগুণ করা হয় তবে তারের রোধ-
ক) চার গুণ বৃদ্ধি পায়
খ)চার গুণ হ্রাস পায়
গ)অপরিবর্তিত থাকে
ঘ)দুই গুণ বৃদ্ধি পায়
৩) ফিউজ তার কি ধাতু দিয়ে তৈরি হয়?
ক) তামা ও সীসা
খ) টিন ও সীসা
গ) লোহা ও দস্তা
ঘ) টিন এবং অ্যালুমিনিয়া
৪) দার্শনিকের উল কি?
ক)Mgo
খ)Zno
গ)Cuo
ঘ)Al2o3
৫)নিম্নের কোন প্রাণীতে অযৌন এবং যৌন জনন উভয়ই ঘটে?
ক) অ্যামিবা
খ)কেঁচো
গ)হাইড্রা
ঘ)আরশোলা
৬) আর্কিওপ্টেরিক্স কী?
ক)পাখির জীবাশ্ম
খ)হাতির জীবাশ্ম
গ)মানুষের জীবাশ্ম
ঘ)গাছের জীবাশ্ম
৭) গ্যালভানাইজেশন এ কোন ধাতুর ব্যবহার করা হয়?
ক) টিন
খ)তামা
গ)দস্তা
ঘ)অ্যালুমিনিয়াম
৮)কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে?
ক)রক্তসংবহনতন্ত্র
খ)পাচনতন্ত্র
গ)স্নায়ুতন্ত্র
ঘ)জনন তন্ত্র
৯)জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থ সমূহ যে তাপশক্তি উৎপন্ন করে তাকে কি বলে?
ক) সালোকসংশ্লেষ
খ)শ্বসন
গ)গ্লাইকোলাইসিস
ঘ)কোনোটিই নয়
১০) ভাইরাস প্রথম কে চিহ্নিত করে?
ক) এডওয়ার্ড জেনার
খ) স্ট্যানলি
গ) বউডেন
ঘ) ডিভ্রিস
১১)বলয় পরীক্ষা কোন এসিডের উপস্থিতি নিশ্চিত করে?
ক)H2So4
খ)HNo3
গ) HBr
ঘ)HCL
১২) তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত?
ক)273°k
খ)32°F
গ)253°C
ঘ) -253°C
১৩) একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?
ক) নিরক্ষরেখা
খ)উত্তর বা দক্ষিণ মেরু
গ)পাহাড়ের চূড়া
ঘ)খনির মধ্যে
১৪) যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিন নোবেল পুরস্কার পেয়েছেন সেটি হল-
ক) পরমাণুর গঠন
খ)রাসায়নিক বন্ধন এর প্রকৃতি
গ) সালোকসংশ্লেষ
ঘ)তাপ রসায়ন
১৫)যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি হয় তা হল-
ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ম্যাগনেসিয়াম কার্বনেট
গ)ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
ঘ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
১৬) পলিপেপটাইড শৃংখল হলো
ক)এমাইনো এসিড গ্রুপের শৃংখল
খ)ফসফেট গ্রুপের শৃংখল
গ)পলিথিন গ্রুপের শৃংখল
ঘ)পলিয়েস্টার গ্রুপের শৃংখল
১৭) নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়?
ক) মস
খ)খাস
গ)মাশরুম
ঘ)ফার্ম
১৮)ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারেনা-
ক) শর্করা
খ)ইনসুলিন
গ)গ্লুকাগন
ঘ)এপিনেফ্রিন
১৯) মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া?
ক)8
খ)12
গ)25
ঘ)31√
২০) কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন?
ক) প্রোটিন জাতীয়
খ)স্নেহ জাতীয়
গ)শ্বেতসার জাতীয়
ঘ) গ্লুকোজ জাতীয়
২১) একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ-
ক) স্বর্ণলতা
খ)ব্যাঙের ছাতা
গ)সূর্যশিশির
ঘ)ধান
২২)বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ-
ক)বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ)অপরিবর্তিত থাকে
ঘ)প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
২৩)ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায়?
ক) ক্লোরোফরম
খ)বেনজিন
গ) ফেনল
ঘ)ন্যাপথলিন
২৪) ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়?
ক) যকৃৎ
খ)প্লীহা
গ)হৃদপিণ্ড
ঘ)পাকস্থলী
২৫)কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না?
ক) নাইট্রোজেন
খ)হাইড্রোজেন
গ)হিলিয়াম
ঘ)নিয়ন
২৬)আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়-
ক)0°
খ)90°
গ)30°
ঘ)45°
২৭)মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি বিচ্ছিন্ন হয়?
ক) প্রোফেজ
খ)মেটাফেজ
গ)অ্যানাফেজ
ঘ)টেলাফেজ
২৮) নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে?
ক) নেফ্রিডিয়া
খ)নেফ্রন
গ)যকৃৎ
ঘ)অগ্ন্যাশয়
২৯) স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের দ্বারা?
ক) ভিটামিন-এ
খ)ভিটামিন-বি
গ)ভিটামিন-সি
ঘ)ভিটামিন-ডি
৩০) যান্ত্রিক সুবিধা সবসময় 1এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হল-
ক) প্রথম শ্রেণীর লিভার
খ) দ্বিতীয় শ্রেণীর লিভার
গ) তৃতীয় শ্রেণীর লিভার
ঘ) আনত তল
৩১) বৃক্কের গঠন গত ও কার্যগত একক হল-
ক) নেফ্রিডিয়া
খ)নেফ্রন
গ)নিউরন
ঘ)মালপিজিয়ান নালিকা
৩২) সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল-
ক) নিউক্লিয় সংযোজন
খ)নিউক্লিয় বিভাজন
গ) অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি
ঘ)কোনোটিই নয়
৩৩)জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
ক)C-12
খ)-C14
গ)U-235
ঘ)U-237
৩৪) আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত?
ক)90°
খ)30°
গ)45°
ঘ)60°
৩৫)নিম্নলিখিত কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে?
ক) প্রতিসরণ
খ)প্রতিফলন
গ)বিচ্ছুরণ
ঘ)তরঙ্গ ধর্ম
৩৬) নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না?
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) ব্লু ভিট্রিয়ল
গ) অ্যালাম
ঘ)কাপড় কাচার সোডা
৩৭)কিলোওয়াট-ঘণ্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়?
ক) তড়িৎ শক্তি
খ)তড়িৎ ক্ষমতা
গ)তড়িৎ প্রবাহ মাত্রা
ঘ)তড়িৎ বিভব প্রভেদ
৩৮)চাঁদে দুজন অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা-
ক)স্বাভাবিকভাবে শুনবে
খ)জোরে শুনবে
গ)আস্তে শুনবে
ঘ)আদৌ শুনতে পাবে না
৩৯)একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়?
ক)ক্যাটায়ন
খ) অ্যানায়ন
গ)আয়ন
ঘ) নিস্তড়িত পরমাণু
৪০)LPG এর মুখ্য উপাদান হলো-
ক) মিথেন
খ)ইথেন
গ) বিউটেন
ঘ) প্রোপেন
৪১) ভরবেগ ও ভার উভয়ই-
ক) উভয় স্কেলার রাশি
খ) উভয়ই ভেক্টর রাশি
গ) ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি
ঘ) ভার স্কেলার রাশি,ভরবেগ ভেক্টর রাশি
৪২) পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো-
ক) লেড
খ)গ্রাফাইট
গ)কোক
ঘ)ভুসাকালি
৪৩) হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর
ক)গতিশক্তি বৃদ্ধি পায়
খ)স্থিতি শক্তি বৃদ্ধি পায়
গ)গতিশক্তি হ্রাস পায়
ঘ)লস্মৃতিশক্তি হ্রাস পায়
৪৪) মল একপ্রকার-
ক) রেচন পদার্থ
খ)বজ্র পদার্থ
গ)ক্ষরণ পদার্থ
ঘ)পচন পদার্থ
৪৫) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত-
ক) মস্তিষ্ক
খ)সুষুম্নাকাণ্ড
গ)স্নায়ু গ্রন্থি
ঘ)নিউরোগ্লিয়া
৪৬) কোন কোন সংকর ধাতু জার্মান সিলভারের আছে?
ক) রূপা, তামা ,দস্তা
খ) রূপা, তামা ,নিকেল
গ) তামা ,দস্তা ,নিকেল
ঘ) রুপা ,দস্তা ,নিকেল
Practice Also:
General Science MCQ Mock Test for Competitive Exam 2021 | part 1
General Science MCQ Mock Test in Bengali for Competitive | Part 2
General Science MCQ Mock Test in Bengali for Competitive | Part 3
General Science MCQ Mock Test in Bengali for Competitive | Part 4
General Science MCQ Mock Test in Bengali for Competitive | Part 5
General Science MCQ Mock Test in Bengali for Competitive | Part 6
General Science in Bengali MCQ Online Test | Part 7