General Knowledge(GK) Question and Answer in Bengali | Part-8
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ জর্জ ওয়াশিংটন।
কোন শহরে টাইটানিক তৈরি করা হয়?
উঃ বেলফাস্ট
নেপােলিয়নের প্রথম স্ত্রীর নাম কী?
উঃ যোশেফাইন।
১৯৪৯ সালে কোন শহর পশ্চিম জার্মানির রাজধানী
হয়?
উঃ বন।
কোন দ্বীপে নেপােলিয়নের জন্ম হয়?
উঃ কর্সিকা।
রানি ভিক্টোরিয়ার কটি সন্তান ছিল ?
উঃ নটি।
কোন জার্মান কাউন্ট জেপেলিন আবিষ্কার করেন?
উঃ কাউন্ট(ভন) জেপেলিন।
১৯৫৩ সালের ২৭ জুলাই অস্ত্র সংবরণ চুক্তিতে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে?
উঃ কোরিয়ার যুদ্ধ।
কোন সালে আলবেনিয়া স্বাধীন হয় ?
উঃ ১৯১৩ সালে।
কোন ফরাসি রাজাকে ‘সান কিং’ বলা হত?
উ; চতুর্দশ লুই।
মেক্সিকোর কোন বিপ্লবী ১৯২৩ সালে গুলিতে নিহত হন?
উঃ পাঞ্চো ভিলা।
সপ্তদশ শতাব্দীতে ভেনিসের ছোড়া কামানের আঘাতে এথেন্সের কোন স্থাপত্য ধ্বংস হয়?
উঃ পার্থেনন।
পােপের বিরুদ্ধে প্রােটেস্টান্ট বিপ্লবের নাম কী?
উঃ রিফর্মেশন।
বেলজিয়ামের প্রথম রাজা কে?
উঃ প্রথম লিওপোল্ড।
নিউ ইয়র্কের সাবেক নাম কী?
উঃ নিউ আমস্টারডাম
কোন দেশের সাবেক নাম ছিল সিলােন?
উঃ শ্রীলঙ্কা
রােমান আমলে প্যারিসের লাতিন নাম কী ছিল?
উঃ লুটেশিয়া
১৯০১-১৯২৭ কোন শহর অস্ট্রেলিয়ার রাজধানী ছিল?
উঃ মেলবোর্ন।
১৯০৪ সালে জাপানিদের শায়েস্তা করতে কোন দেশ বিশ্ব জুড়ে নৌ-সেনা অভিযান চালায়?
উঃ রাশিয়া।
জার্মান এয়ারলাইন্সের নাম কী?
উঃ লুফতহানসা।
###পূর্বের সমস্ত ডেইলী সাধারণ জ্ঞান পর্বগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই রকম আপডেট প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন– https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন– https://www.facebook.com/groups/417567958618912/