Daily GK Bengali for Competitive Exams | Part- 2
1. আধুনিক চীনের জনক কাকে বলা হয় – সান ইয়াৎ সেন।
2. নােবেল জয়ী মাইকেল ক্রেমার, কোন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক – হাভার্ড বিশ্ববিদ্যালয়।
3. লাল বিপ্লব কথাটি নীচের কোনটির সাথে সম্পর্কিত –
টমাটো চাষ।
4. অযােধ্যা রায় অনুসারে কাকে, অযােধ্যা ট্রাস্ট তৈরী
করতে হবে – কেন্দ্রীয় সরকার কে।
5. ভারতের জনসংখ্যা নীতি হয় কত সালে- ১৯৭৬ সালে।
6. গডউইন অস্টিনের অপর নাম কী – K2
7. বিকশিত সম্পদের উদাহরন কোনটি – মৎস, জল,
বনভূমি।
8. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে কম –
সিকিম।
9. প্লরা হল কীসের আবরনী – ফুসফুসের।
10. পক্ষীপরাগী ফুলের উদাহরন হল – পলাশ, শিমূল।
11. রাজ্য, রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়ােগ
করেন – রাজ্যপাল।
12. ১৬৫৮ সালে মারা যান কোন মােগল সম্রাট –
শাহজাহান।
এছাড়াও দেখুনঃ
Daily GK Bengali for Competitive Exams | Part- 1