Daily General Knowledge Question and Answer in Bengali | Part-6
সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে – ২০০২ সালে।
ভারতে প্রথম ‘মে দিবস’ কোন বছর পালিত হয়েছিল – ১৯২৭৷
কোন বছর ভারতের নতুন সংবিধান, গনপরিষদে গৃহীত হয় – ১৯৪৯ সালে।
প্রথম বসুন্ধরা সন্মেলন অনুষ্টিত হয়েছিল ব্রাজিলে, কত সালে – ১৯৯২।
দিল্লির লাল কেল্লা কার আমলে তৈরী হয়েছিল – আকবর।
অমৃতসরের স্বর্নমন্দির কোন শিখ গুরুর সময় তৈরী হয়েছিল – গুরু রামদাস।
‘দ্য হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন – হরিশচন্দ্র মুখােপাধ্যায়।
গনদেবতা উপন্যাস টির লেখক কে – তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার কে – প্রাঞ্জল পাতিল।
বিশ্ব ট্রমা দিবস পালিত হয় কবে – ১৭ অক্টোবর।
আরশােলার হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে – ১৩ টি।
ইংরাজী সাহিত্যে Anti-war Poet নামে পরিচিত কে – Wilted Owen.
‘রাষ্ট্র’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে – মেকিয়াভেলি।
সমুদ্র জলের গভীরতা মাপার একক কী – ফ্যাদম।
তরুনের স্বপ্ন বইটি কে লিখেছেন – সুভাষ চন্দ্র বসু।
তাজমহলের বায়ুমন্ডলীয় ক্ষতির জন্যে দায়ী কে – সালফার ডাই অক্সাইড।
The Gift of The Magi – গল্পটির লেখক কে – O. Henry
শাকিব – আল- হাসান কোন খেলার সাথে যুক্ত – ক্রিকেট।
কর্ষিকা কার গমনাঙ্গ – হাইড্রা।
কোনাে তরল কে নাড়ালে এটি শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, একে কী বলে – তরলের সান্দ্রতা।
‘As You Like It’ নাটকটির লেখক কে – উইলিয়াম শেক্সপিয়র।
‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র টির পরিচালক কে – ঋত্বিক ঘটক।
ডাবের জলে কোন হরমােন থাকে – সাইটোকাইনিন।
###পূর্বের সমস্ত ডেইলী সাধারণ জ্ঞান পর্বগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই রকম আপডেট প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/