Daily Current Affairs(14 March, 2020) GK MCQ Question Answer Bengali
সম্প্রতি মহারাষ্ট্র মন্ত্রিসভা মুম্বই কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের নামকরণের প্রস্তাবটি কার নামে অনুমোদন করেছে?
A. শিবাজি
B. Sambhaji
C. তাত্যা টোপ
D. নানা শঙ্করশেঠ
Ans: D. নানা শঙ্করশেঠ
****তিনি মহারাষ্ট্রের একজন পরোপকারী এবং শিক্ষাবিদ ছিলেন, মুম্বই মধ্য রেল স্টেশন তার নামকরণ করা হবে।
সম্প্রতি মহারাষ্ট্র সরকার আওরঙ্গবাদ বিমানবন্দরটির নাম sambhaji airport নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
জাল নোট প্রতিরোধের জন্য আলোর মুখোমুখি হওয়ার সময় দুটি রঙ দেখানোর জন্য কোন সংস্থা দ্বি-লুমিনসেন্ট সুরক্ষা কালি তৈরি করেছে?
A. ডিআরডিও
D. ইসরো
C. CSIR
D- আরবিআই
Ans: C. CSIR
CSIR- Council of scientific and Industrial Research
প্রতিষ্ঠা- ২ September সেপ্টেম্বর 1942, সদর দফতর নয়াদিল্লি, রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী), মহাপরিচালক শেখর সি ম্যান্ডে।
জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক মূল্য সূচকের ভিত্তিতে খুচরা মুদ্রাস্ফীতি কত ছিল?
A. 6.58%
B. 9.5%
C. 8.10%
D. 7.12%
Ans: A. 6.58%
সুইস ব্রোকারেজ UBS অর্থবছর 2020-21 এর জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারকে 5.6% থেকে কত কমিয়েছে?
A. 5.1%
B. 5.2%
C. 5.3%
D. 5.4%
Ans: A. 5.1%
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 115 জন তরুণ গ্লোবাল নেতার একটি নতুন তালিকা প্রকাশ করেছে, তালিকার মধ্যে কতজন ভারতীয় অন্তর্ভুক্ত রয়েছে?
A. 10
B. 11
C. 05
D. 07
Ans: C. 05
কোন রাজ্য সরকার সম্প্রতি সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কমিশন মিত্র নিয়োগের ঘোষণা দিয়েছে?
A. উত্তর প্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. রাজস্থান
D. হরিয়ানা
Ans: A. উত্তর প্রদেশ
সম্প্রতি ওয়ার্ল্ড গল্ফ হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
A. অ্যাডাম স্কট
B. টাইগার উডস
C. রাফেল নাদাল
D. জকোভিচ
উত্তর – টাইগার উডস
ইনি আমেরিকান গল্ফ খেলোয়াড়।
সম্প্রতি অমিতাভ বচ্চন কোন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন?
A. IDBI Bank
B. HDFCI Bank
C. IDFC first bank
D. SBI Bank
Ans: C. IDFC first bank
অমিতাভ বচ্চন IDFC first bank এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন
IDFC first bank -2015, মুম্বাইয়ের সদর দফতর, বর্তমানে CEO – ভি বৈদ্যনাথ।
সম্প্রতি কোন রাজ্য সরকার উত্তরায়ণ প্রকল্পের আওতায় ৩৩ টি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেছে?
A. আসাম
B. উত্তর প্রদেশ
C. মহারাষ্ট্র
D. তামিলনাড়ু
Ans: A. আসাম
আসাম সরকার গ্রামীণ যোজনাগুলিকে উত্সাহিত করতে উত্তরায়ণ প্রকল্পের আওতায় ৩৩ টি স্টেডিয়াম তৈরি করবে।
সম্প্রতি সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন, তিনি কে ছিলেন?
A. অভিনেতা
B. রাইটার
C. গায়ক
D. ক্রিকেটার
উত্তর: অভিনেতা (একজন বাঙালি অভিনেতা ছিলেন)
এছাড়াও দেখুনঃ
9th March 2020 Current Affairs MCQ in Bengali
10th March 2020 Current Affairs in Bengali
12th March, 2020 Current Affairs in Bengali
13 March, 2020 Current Affairs in Bengali
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/