Daily Current Affairs MCQ (15 March 2020) in Bengali
GST Council এর ৩৯তম বৈঠকে মোবাইল ফোন ও তার সামগ্রিতে জিএসটির হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে কত শতাংশ করা হয়েছে-
A. ২০%
B. ১৯%
C. ১৮%
D. ২২%
Ans: C. ১৮%
****জিএসটি কাউন্সিলের 39 তম সভাটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারমন এর সভাপতিত্বে ছিলেন|
2- যিনি প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফি 2019 এবং 2020 এর শিরোনাম জিতেছেন-
A. Vidarbha
B. সৌরাষ্ট্র
C. বাংলার
D. মুম্বাই
Ans: B. সৌরাষ্ট্র
বাংলাকে হারিয়ে এই শিরোপা জিতেছে সৌরাষ্ট্র | রঞ্জি ট্রফি শুরু হয়েছিল ১৯৩৪ সালে |
সম্প্রতি কোন দেশ করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্পেনের পরে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে?
A. আমেরিকা
B. ভারত
C. জাপান
D. রাশিয়া
Ans: A. আমেরিকা
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প | আমেরিকাতে ১১০০ এর বেশি মানুষ করোনার ভাইরাসে সংক্রামিত হয়েছে এবং প্রায় ৪০ জন মারা গেছে, এ কারণেই জরুরি অবস্থা ঘোষণা করে।
আরবিআইয়ের মতে, এপ্রিল থেকে ডিসেম্বর 2019 এবং 2020 সালের জিডিপির শতাংশের দিক দিয়ে চলতি অ্যাকাউন্টের ঘাটতি কত ছিল?
A.1%
B. 3%
C. 4%
D. 5%
Ans: 1%
প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়িয়েছে ?
A. 8%
B. 9%
C. 7%
D. 4%
Ans: C. 4%
সম্প্রতি কতটি রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 780 কিলোমিটার গ্রীন হাইওয়ে অর্থাৎ গ্রিন ন্যাশনাল হাইওয়ে নির্মাণের অনুমোদন দিয়েছে?
A. ৪টি রাজ্যে
B. তিনটি রাজ্য
C. ৫টি রাজ্য
D. ৬ টি রাজ্যে।
Ans: A. ৪টি রাজ্যে
সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি Katerina Sakellaropoulou হিসাবে শপথ গ্রহণ করেছেন?
A. মিশর
B. গ্রীস
C. উগান্ডা
D. বতসোয়ানা
Ans: B. গ্রীস
9- সম্প্রতি কোন বেসরকারী সেক্টরের ব্যাংক ইয়েস ব্যাংকে 1000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে?
A. আইসিআইসিআই ব্যাংক
B. এইচডিএফসি ব্যাংক
C. এক্সিস ব্যাংক
D. এসবিআই ব্যাংক
Ans: B. এইচডিএফসি ব্যাংক(HDFC)
সম্প্রতি বিশ্বের কোন কোটিপতি সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন-
A. বার্নার্ড আর্নল্ড
B. জেফ বেজোস
C. বিল গেটস
D. মুকেশ আম্বানি
Ans: A. বার্নার্ড আর্নল্ড
সম্প্রতি ভারতের প্রথম জীবিত রান্নার জাদুঘরটি লিমকা বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কোথায় অবস্থিত?
A. উত্তর প্রদেশ
B. কর্ণাটক
C. তামিলনাড়ু
D. নয়াদিল্লি
Ans: B. কর্ণাটক
এছাড়াও দেখুনঃ
14 March, 2020 GK MCQ Current Affairs Question Answer Bengali
13 March, 2020 Current Affairs in Bengali
12th March, 2020 Current Affairs in Bengali
10th March 2020 Current Affairs in Bengali
9th March 2020 Current Affairs MCQ in Bengali
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/