Daily Bengali Current Affairs(13 March, 2020) | Today Current Affairs 2020
সম্প্রতি কোন দেশের সংসদে গৃহীত প্রস্তাব অনুসারে, সে দেশের রাষ্ট্রপতি 2036 সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন?
A. রাশিয়া
B. চীন
C. মার্কিন
D. জাপান
Ans: রাশিয়া
****রাশিয়ার রাজধানী হ’ল মস্কো, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টাইন, সংসদ-ডুমা, মুদ্রা-রুবেল।
সম্প্রতি ইনফোসিস ভারতে স্মার্ট সিটি সমাধান বিকাশের জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?
A. Google
C. Microsoft
D. Qualcomm
E. Facebook
Ans: Qualcomm
****ইনফোসিস 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর বেঙ্গালুরুতে রয়েছে এবং বর্তমানে চেয়ারম্যান নন্দন নীলিকানির এমডি এবং সিইও সলিল এস পরীখ রয়েছেন।
কোয়ালকম – 1985, ক্যালিফোর্নিয়ায় সদর দফতর, চেয়ারম্যান মার্ক ম্যাকলফ্লিন, প্রধান নির্বাহী কর্মকর্তা – স্টিভেন মোলেনকোফ, রাষ্ট্রপতি – ক্রিস্টিয়ানো আমন
এই দুটি সংস্থা একসাথে ভারতে স্মার্ট স্টেডিয়ামের স্মার্ট ইভেন্ট ভেন্যু তৈরি করবে|
সম্প্রতি জাতীয় সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020 এর খেতাব কে জিতল?
A. ইসপ্রীত সিংহ
B. পঙ্কজ আদবানী
C. গীত শেঠি
D. আদিত্য মেহতা
Ans: B. পঙ্কজ আদবানী
ভারত সরকার কোন শহরটিতে আন্তর্জাতিক যোগ দিবস 2020 এর প্রধান অনুষ্ঠানের ঘোষণা করেছে?
A. কারগিল
B. লেহ
C. শ্রীনগর
D. গুলমার্গ
Ans: B. লেহ(লেহ লাদাখের রাজধানী)।
*****আন্তর্জাতিক যোগ দিবসের এটি ষষ্ঠ সংস্করণ 21 ই জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় ।
সম্প্রতি কোন রাজ্যে 8 মার্চ থেকে 22 মার্চ পুষ্টি পাক্ষিকটি পালন করা হচ্ছে?
A. উত্তর প্রদেশ
B. উত্তরাখন্ডে
C. নাগাল্যান্ডে
D. ত্রিপুরা
Ans: C. নাগাল্যান্ডে
সম্প্রতি কোন রাজ্য সরকার অটোরিক্সার জন্য হ্যাপি আওয়ারস বাস্তবায়নের অনুমোদন দিয়েছে?
A. উত্তর প্রদেশ
B. মহারাষ্ট্র
C. মধ্য প্রদেশ
D. রাজস্থান
Ans: B. মহারাষ্ট্র
****এর আওতায় অটোরিকশার ভাড়া সকাল 12:00 টা থেকে বিকাল 4:00 টা পর্যন্ত 15% হ্রাস পাবে।
কোন রাজ্য সরকার সম্প্রতি নির্বাচন কমিশন পর্যবেক্ষণের জন্য নিগাহ অ্যাপ চালু করেছে?
A. অন্ধ্র প্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. মধ্য প্রদেশ
D. রাজস্থান
Ans: A. অন্ধ্র প্রদেশ
বর্তমানে civil Aviation সম্পর্কিত উইংস ইন্ডিয়া 2020 প্রদর্শনীটি কোথায় শুরু হয়েছে?
A. হায়দ্রাবাদ
B. মুম্বাই
C. কানপুর
D. লক্ষ্ণৌ
Ans: A. হায়দ্রাবাদ
সম্প্রতি WEF-এর ইয়ং গ্লোবাল লিডার্সের তালিকায় কে অন্তর্ভুক্ত ছিল?
A. গৌরব গুপ্ত
B. বৈজুস রবীন্দ্রন
C. উপরের দুইজন
D. কোনটিই নয়।
Ans: C. উপরের দুইজন
****গৌরব গুপ্ত এবং বৈজুস রবীন্দ্রন দুজনকেই ইয়ং গ্লোবাল লিডার্সের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল
WEF-World Economic Forum, 1971, সদর দফতর – জেনেভা (সুইজারল্যান্ড)|
কোভিড- 19 কে সম্প্রতি মহামারী হিসাবে ঘোষণা করেছেন?
A. স্বাস্থ্য মন্ত্রক
B. WHO
C. জাতিসংঘ
D. প্রতিরক্ষা মন্ত্রক
Ans: B. WHO
করোনার ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী । এর দ্বারা ১ লাখ ১৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৪০০০ এরও বেশি মানুষ মারা গেছে, তাই WHO কোভিড -১৯ কে একটি মহামারী হিসাবে ঘোষণা করেছে।
WHO- 7 এপ্রিল 1948,সদর দফতর- জেনেভায়, রাষ্ট্রপতি-টেড্রোস ইথানম
সম্প্রতি গুগলে সর্বাধিক Search করা মহিলা কে হয়েছেন?
A. পিভি সিন্ধু
B. টেলর সুইফট
C. সেরেনা উইলিয়ামস
D. পুনম যাদব
Ans: B. টেলর সুইফট(গায়িকা )
**** ক্রীড়া বিভাগে সর্বাধিক অনুসন্ধানী মহিলা হয়েছেন সেরেনা উইলিয়ামস ।
এছাড়াও দেখুনঃ
9th March 2020 Current Affairs MCQ in Bengali
10th March 2020 Current Affairs in Bengali
12th March, 2020 Current Affairs in Bengali
এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিদিন পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হন- https://t.me/studysolve
এছাড়া ফেসবুকগ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন- https://www.facebook.com/groups/417567958618912/