উচ্চ মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়):
1, ‘ভাইকম সত্যাগ্রহ’ শুরু হয় –
ক,1920 খ্রিস্টাব্দে
খ,1923 খ্রিস্টাব্দে
গ,1922 খ্রিস্টাব্দে
ঘ,1924 খ্রিস্টাব্দে ।
2, ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল-
ক, বিবেকানন্দের
খ,কেশব চন্দ্র সেনের
গ,মধুসূদন দত্তের
ঘ,রাজা রামমোহন রায়ের ।
3, ‘সাঁওতাল বিদ্রোহ’ সংঘটিত হয় ________ খ্রিস্টাব্দে।
ক,1855
খ,1865
গ,1856
ঘ,1866
4, “হিস্ট্রি অফ বেঙ্গল “গ্রন্থের রচয়িতা হলেন-
ক, যদুনাথ সরকার
খ,অনিল শীল
গ,সুশোভন সরকার
ঘ,দাদাভাই নৌরোজি ।
6, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
ক,বিদ্যাসাগর
খ,ডিরোজিও
গ,থিওডোর বেক
ঘ,রাজা রামমোহন রায় ।
7, হরিদ্বারে ‘গুরুকুল আশ্রম’ প্রতিষ্ঠা করেন –
ক,দয়া নন্দ সরস্বতী
খ,স্বামী সত্যানন্দ
গ,দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ,স্বামী শ্রদ্ধানন্দ ।
8, “বর্তমান ভারত” রচনা করেন _
ক,রাজা রামমোহন
খ, বিদ্যাসাগর
গ,রবীন্দ্রনাথ
ঘ,বিবেকানন্দ ।
9, ডিরোজিওর অনুগামীরা হল –
ক,ইস্ট বেঙ্গল
খ,নর্থ বেঙ্গল
গ, ইয়ং বেঙ্গল
ঘ, কোনোটিই নয় ।
10, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন _
ক,আলেকজান্ডার ডাফ
খ,মেকলে
গ,রাজা রামমোহন রায়
ঘ,বিদ্যাসাগর ।
11, ‘চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা হলেন-
ক,মেকলে
খ,রামমোহন রায়
গ, উইলিয়াম বেন্টিং
ঘ,বিদ্যাসাগর ।
12, সাউকার দের প্রধান কাজ হল-
ক, সুদের কারবার
খ,কৃষিকাজ
গ,বাণিজ্য
ঘ,কর আদায় ।
13, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হল-
ক,মাদ্রাজ
খ,দিল্লি
গ,বোম্বাই
ঘ, কলকাতা ।
14, হিন্দু কলেজের বর্তমান নাম হল-
ক, বিদ্যাসাগর কলেজ
খ, প্রেসিডেন্সি কলেজ
গ, ভিক্টোরিয়া কলেজ
ঘ,আশুতোষ কলেজ ।
15, চীনের চৌঠা মে আন্দোলনের ডাক দিয়েছিলেন –
ক, চেন-তু-শিউ
খ, সান ইয়াৎ সেন
গ, মাও জে দং
ঘ, কোনোটিই নয় ।
এছাড়া পড়ুন:
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর(দ্বিতীয় অধ্যায়)
উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
উচ্চ মাধ্যমিক ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
উচ্চমাধ্যমিকের সকল বিষয়ে একসঙ্গে পেতে হলে এখানে ক্লিক করুন
স্টাডি বিষয়ক সকল আপডেট পেতে হলে আমাদের সাইটটিতে নিয়মিত ভিজিট করুন |