Class VI Model Activity Task History (August- II) Part 5 Answers| Class 6 Model Activity Task Part 5 Question & Answer | 2nd Series August Question & Answer 2021 Model Activity Task Question & Answers |
Class V Model Activity Task History (August- II) Part 5 Answers:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক (আগস্ট)
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইতিহাস
১. বেমানান শব্দটি খুঁজে লেখাে :
১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ
উত্তর:মহাকাব্য
১.২ ব্ৰত্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ
উত্তর:ব্রাহ্মণ
১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন
উত্তর: রত্নিন
২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :
২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।
উত্তরঃ সত্য
২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।
উত্তরঃ মিথ্যা
২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলােচনা।
উত্তরঃ মিথ্যা
একটি বা দুটি বাক্যে লেখাে :
৩.১ বেদের আরেক নাম শ্রুতি কেন?
উত্তরঃ বেদ শব্দটি এসেছে ‘বিদ’ বা ‘জ্ঞান’ শব্দ থেকে । আর্যদের প্রাচীনতম সাহিত্য হল বেদ। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ । বেদ সংস্কৃত ভাষায় রচিত হয় । বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করেন। বেদের কোন লিখিত রূপ ছিল না। শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের আরেক নাম শ্রুতি।
৩.২ জনপদ কি?
উত্তরঃ প্রাচীনকালে ভারতবর্ষের গ্রামের থেকে বড় অঞ্চলকে জনপদ বলা হতো। সেই জনকে কেন্দ্র করেই পরবর্তীকালে ছোট ছোট রাজ্য গড়ে ওঠে তাকে জনপদ বলা হতো। আবার সাধারণ মানুষ যেখানে নির্দিষ্টভাবে বসবাস করে তাকেও কিন্তু জনপদ বলা হতো ।
৪. নিজের ভাষায় লেখা (৩ – ৪ টি বাক্যে) :
বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?
উত্তরঃ বৈদিক যুগে কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গুরুত্ব ছিল বিশেষ উল্লেখযোগ্য। তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ততটা ভালো না হলে এই সময় ব্যবসা-বাণিজ্যের ততটা চলন ছিল না। সরাসরি সমুদ্র বাণিজ্যের কোন উল্লেখ ঋকবেদে পাওয়া যায় না। তবে পরবর্তী বৈদিক যুগে কৃষিজ উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায় । এই যুগে স্থলপথে বাণিজ্যের বিশেষ উল্লেখ থাকলেও জনপথের বাণিজ্যের নিশ্চিত কোনো প্রমাণ নেই এই যুগে । বিনিময়ের ক্ষেত্রে হয়তো বিভিন্ন প্রকার মুদ্রা যেমন- নিষ্ক, শতমান প্রভৃতি ব্যবহার করা হতো ।