Class V Bengali Model Activity Task 2021 Part 1(পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 1 উত্তর):
Class V Bengali Model Activity Task 2021 Part 1 Answers:
উত্তর: গল্পবুড়ো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন?
সুনির্মল বসুর ”গল্পবুড়ো” কবিতায় শীতকালে সকাল বেলা শিশুদের অলসতা কাটাতে সময় লাগে।তারা ঘুম থেকে উঠতে চায়না। কবির গল্পবুড়ো তাদের ঘুম ভাঙিয়ে দেবার জন্য রূপকথা শোনাবেন বলে ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন।ছোটদের বিভিন্ন ধরনের রূপকথার গল্প শোনাতে চান তিনি। তার কাছে আছে সব দানব, যক্ষিরাজ , রাজপুত্র , পক্ষীরাজ ঘোড়া ইত্যাদির মতো গল্প ।
লাডাকে জওয়ানদের ঘাঁটিতে বুনোহাঁসেরা কি করেছিল ?
উত্তর: শীতের শুরুতে দলে-দলে বুনোহাঁস উত্তর থেকে দক্ষিনে উড়ে চলেছে। তাদের মধ্যে একটা হাঁস দল ছেড়ে লাডাক অঞ্চলে জওয়ানদের ঘাটিতে এসে পড়ল । আর একটা বুনো হাঁস তাকে নিয়ে যেতে সেখানে এলো । জওয়ানদের কাছে বাড়ি থেকে চিঠিপত্র আসতো না । তারা শুধু রেডিওতে খবর পেত। ফলে তারা ওই দুটো হাসকে পেয়ে তাদের সেবা পরিচর্যা করতে ব্যস্ত হল। হাঁস দুটি জওয়ানদের মুরগি রাখার জায়গাতেই থাকে এবং টিনের মাছ, তরকারি , ভুট্টা , ভাত , ফলের কুচি এসব খেয়ে আদর-যত্ন পেতে লাগল ।
এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায় ?
উত্তর: মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গল্প এতোয়া একটি দশ বছরের মুন্ডা বালক। এতোয়া তার প্রিয় মোষটার পিঠে চড়ে বহুদূরে গেরুয়া সমুদ্রে যায়, সেখানে গরু ছাগল চরায়। সে হাটের দোকানে ঝাঁটপাট দিয়ে তারপর টোকো আম, শুকনো কাঠ, ঠাকুরদার জন্য শুকনো পাতা , শুকনো ডাল , মেটে আলু বস্তায় বেঁধে নিয়ে বাড়ি আসে । এছাড়া নদী, আকাশ ইত্যাদি দেখতে দেখতে জাল ফেলে মাছ ধরে।
বিমলার অভিমান এর কারণ ?
উত্তর: নবকৃষ্ণ ভট্টাচার্য বিমল আর অভিমান কবিতা বিমল আর অভিমান এর অনেক কারণ রয়েছে। বিমলার মা বিমলাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু খাবার বেলায় অন্যান্যদের তুলনায় তাকে কম খেতে দেওয়া হয় । অথচ দাদা, ভাইদের বেশি ক্ষীর দেওয়া হয়। মা তাকে পূজার ফুল আনতে বলে । দুরন্ত খোকাকে কোলে নিতে বলে ।বাগানে ছাগলকে তাড়াতে বলে । দাদা খেতে বসলে নুন আনতে বলে। খাবার সময় ঝাল লাগলে চুন আনতে বলে । সব ফরমাশ কেবল বিমলাকে শুনতে হয়, সে কারণেই এত বিমলার অভিমান।
শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কোথায় ?
উত্তর: শব্দ – অর্থবোধক ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে। শব্দের সাথে বিভক্তি থাকে না।
পদ – শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদের সাথে বিভক্তি থাকে।
এছাড়া দেখুন:
WB Class V Model Activity Task 2021 Part 1 Answers
Class 5 Model Activity Task 2021 English(2nd Language) Part 2 Answers
Class 5 Model Activity Task PDF Download 2021
সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর উত্তর পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
download kesea kare