Class 9 Model Activity Task Life Science Part 6 (September- 2021):
Class 9 Model Activity Task Life Science Part 6 (September- 2021):
জীবন বিজ্ঞান/ নবম শ্রেণী
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :
১.১ বাম্পমােচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করাে-
(ক) বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমােচনের হার হ্রাস পায়।
(খ) বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমােচনের হার বৃদ্ধি পায়
(গ) আলাের তীব্রতা বৃদ্ধি পেলে বাম্পমােচনের হার হ্রাস পায়
(ঘ) পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাম্পমােচনের হার বৃদ্ধি পায়
১.২ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করাে—
(ক) সালােকসংশ্লেষের আলােক-নির্ভর দশা- ক্লোরােপ্লাস্টের স্ট্রোমা
(খ) গ্লাইকোলাইসিস – কোশের মাইটোকন্ড্রিয়া
(গ) রসের উৎস্রোত – জাইলেম কন্যা
(ঘ) সালােকসংশ্লেষের আলােক-নিরপেক্ষ দশা – ক্লোরােপ্লাস্টের গ্রানা
১.৩ নীচের যে বিশেষ সংযােগী কলাকে ‘রিজার্ভ পেসমেকার’ বলা হয় সেটিকে শনাক্ত করাে-
(ক) SA নােড়
(খ) পারকিনজি তন্ত
(গ) হিজের বান্ডিল
(9) AV নোড
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ সূর্যালােকের _______ শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়।
২.২ A গ্রুপের ব্যক্তির রক্তে_________ অ্যাগ্লুটিনিন থাকে
২.৩ পেঁপে গাছের তরুক্ষীরে_________নামক উৎসেচক থাকে যা প্রােটিন পরিপাকে সাহায্য করে।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ মুখবিবরে কীভাবে শর্করাজাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করাে।
৩.২ কোশ থেকে কোশে পরিবহণে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করাে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলােচনা করাে। শ্বেত রক্তকণিকার দুটি কাজ উল্লেখ করাে।
উত্তরপত্রঃ
১/ ১) খ) বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচন এর হার বৃদ্ধি পায়।
২) গ) রসের উৎস্রোত- জাইলেম কলা।
৩) ঘ) AV নোড।
২/ ১) ফোটোন
২) এন্টি বডি
৩) প্যাপাইন
৩/ ১) মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক:- চর্বিত করণ ও গলাধঃকরণ এর সময় মুখ গহ্বরে অবস্থিত তিন জোড়া লালাগ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। এই লালারসে শর্করা ভঙ্গ উৎসেচক টায়ালিন ও মল্টেজ কেবলমাত্র শর্করা পরিপাক এ অংশগ্রহণ করে। টায়ালিন বা সালিভারি অ্যামাইলেজ সিদ্ধ শ্বেতসার কে কয়েকটি ধাপে মলটোজে পরিণত করে।
২) কোশ থেকে কোশে পরিবহনে ব্যাপনের ভূমিকা:-
ক) ব্যাপন প্রক্রিয়া উদ্ভিদের ফ্লোয়েম কলা থেকে কোশে কোশে খাদ্যের পরিবহন ঘটে।
খ) উদ্ভিদ দেহে কোশ ঝিল্লির মাধ্যমে পদার্থের চলাচল নিয়ন্ত্রিত হয় ব্যাপন এর মাধ্যমে।
গ) সালোকসংশ্লেষ কালে পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ ও মেসোফিল কলা তার পরিবহন ব্যাপন এর ফলেই ঘটে।
ঘ) শসনকালে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ ও প্রতিটি সজীব কোশে তার পরিবহন ব্যাপন এর ফলে ঘটে।
৪/ মানবদেহে মূএ উৎপাদনে নেফ্রনের ভূমিকা:- বৃক্ক মানুষ সহ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। নেফ্রন এর গঠনমূলক ও ক্রিয়ামূলক একক। এই নেফ্রনের বিভিন্ন অংশের কাজের ফলেই মূত্র উৎপাদন হয়। যেমন-
ক) পরা ও পরিস্রাবণ:- অন্তর্মুখী ধমনিকার ব্যাস অপেক্ষা বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হওয়ায় যে পরিমান রক্ত অন্তর্মুখী ধমনীকা দিয়ে প্রবেশ করে সেই পরিমান রক্ত বহির্মুখী ধমনীকা দিয়ে বের হতে পারে না। ফলে গ্লোমেরুলাসে একটা কার্যকরী পরিস্রাবণ চাপ তৈরি হয়। এই পরিস্রাবণ চাপের ফলে রক্ত থেকে কোলেয়ডবিহীন রেচন পদার্থ ,যেমন- ইউড়িয়া ,গ্লুকোজ ,খনিজ লবণ পরি শ্রুতহয় ও তা বাওম্যান ক্যাপসুল-এ প্রবেশ করে।
খ) পুনঃশোষণ:- রেনাল টিউবিউল এর বিভিন্ন অংশে প্রধানত নিকটবর্তী সংবর্ত নালিকায় পরিশ্রুত তরল থেকে জল ,গ্লুকোজ ,অ্যামাইনো এসিড ও সোডিয়াম ক্লোরাইড সহ বিভিন্ন লবণ বাধ্যতামূলকভাবে পুন শোষিত হয়।
গ) ক্ষরণ:- বৃক্কীয় নালিকা দূরবর্তী সংবর্ত নালিকার এপিথেলিয় কোশ থেকে নাইট্রোজেনঘটিত পদার্থ ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন , কিটোন বডি ও হিপ পিউরিট এসিড ক্ষরিত হয় সেগুলি পরিশ্রুত তরলে মিশ্রিত হয়।
শ্বেত রক্ত কণিকার দুটি কাজ:-
ক) এন্টিবডি তৈরি:- লিম্ফোসাইট গামা গ্লোবিউলিন নামক অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
খ) হেপারিন ক্ষরণ:- বেসোফিল হেপারিন ক্ষরণ করে রক্ত নালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না।