Class 9 Model Activity Task History Part 6 (Septmber-2021);
নবম শ্রেণি
ইতিহাস
১. ক স্তম্ভের সাথে খ’ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ | খ স্তম্ভ |
১.১ ভার্সাই চূক্তি | (ক) ১৯৩৬ খ্রি: |
১.২ মহামন্দা | (খ) ১৯১৮ খ্রি: |
১.৩ চোদ্দো দফা শর্ত | (গ) ১৯১৯ খ্রি: |
১.৪ স্পেনের গৃহযুদ্ধ | (ঘ) ১৯২৯ খ্রি: |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত।
২.২ ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার যার কার্যকাল ছিল ১৯১৯-১৯৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২.৩ চোদ্দো দফা নীতি ঘোষণা করেন লেনিন।
২.৪ লিগ অব নেশনস গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ এমস টেলিগ্রাম কী?
৩.২ প্যারি কমিউন গঠনের উদ্দেশ্যে কী ছিল?
সাত বা আটটি বাক্যে উত্তর দাওঃ
জার্মানির এঁক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো।
উত্তরপত্র
1/ 1) ভার্সাই চুক্তি- 1919 খ্রিস্টাব্দে
2) মহামন্দা- 1929 খ্রিস্টাব্দে
3) চৌদ্দ দফা শর্ত- 1918 খ্রিষ্টাব্দ
4) স্পেনের গৃহযুদ্ধ-1936 খ্রিস্টাব্দ
2/ 1) সত্য
2) সত্য
3) মিথ্যা
4) মিথ্যা
3/ 1) এমস টেলিগ্রাম: প্রিন্স লিওপোল্ড স্পেনের রাজার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তএ ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন খুশি হননি। তাই তিনি প্রাশিয়া রাজা প্রথম উইলিয়ামের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন যে ভবিষ্যতে কেউ যেন আর তার বংশের থেকে স্পেনের রাজা না হন। তিনি এই প্রতিশ্রুতি আদায়ের দায়িত্ব দেন ফরাসি দূত বেনেদেত্তোৌএর উপর। এদিকে রাশিয়ার রাজার প্রথম উইলিয়ামের নামে স্থানে বিশ্রামের জন্য অবস্থান করছিলেন। তাই কাউন্ট বেনেদেটি সেখানে গিয়ে প্রাশিয়া রাজার সঙ্গে দেখা করেন। প্রাশিয়ার রাজাকে তিনি তৃতীয় নেপোলিয়নের প্রতিশ্রুতি লাভের কথা বলেন। কিন্তু প্রাশিয়ার রাজা ভদ্রভাবে এই প্রতিশ্রুতি দানে অসম্মতি জানান। তিনি পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত বিসমার্ক কে জানিয়ে দেন। এই ঘটনা এমস টেলিগ্রাম নামে পরিচিত। কিন্তু বুদ্ধিমান বিসমার্ক এই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে খবরের কাগজে তা প্রকাশ করেন। বাকি অংশটুকু পরে পাঠকের মনে হয় যে প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত কে অপমান করে তাড়িয়ে দিয়েছেন।
2) প্যারি কমিউন: প্যারিসের শ্রমজীবী মানুষ ফ্রান্সের ফরাসি বুর্জোয়া সরকার এবং জার্মানদের ফ্রান্স অধিকারের বিরুদ্ধে যে উত্থান ঘটায় তা প্যারি কমিউন নামে পরিচিত। তৃতীয় নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের শ্রমজীবী মানুষ নবগঠিত জাতীয় সংসদের বিরোধিতা শুরু করে। প্যারিসকে রাজধানী না করে ভার্সাই নগরীতে প্রতিনিধি সভা স্থাপন করা হলে এই বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহী শ্রমজীবীরা নিজস্ব সরকার নির্বাচিত করে প্যারি কমিউন গঠন করে( 26 শে মার্চ 1871 খ্রিস্টাব্দ)। কমিউন এর নেতৃত্বে প্যারিসে নিজস্ব নগরী গঠন করেন। এভাবে বিদ্রোহীরা প্যারিসের বেশকিছু ছোট শহরে কমিউন গড়ে তোলেন। এই প্যারি কমিউন বেশকিছু কাজ করে- ফরাসি সরকারের বিকেন্দ্রীকরণ, পৌরসভা গুলির হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান, জাতীয় নাগরিক রক্ষীবাহিনীর প্রতিষ্ঠা প্রভৃতি। কিন্তু নিষ্ঠুর দমননীতির কাছে কমিউন এর প্রতিরোধ ভেঙে পড়ে। এইভাবে পতন ঘটে প্যারি কমিউন এর।
4) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা: প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার আইন পরিষদে বলেন যে বক্তৃতা বা সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির দ্বারাই জটিল সমস্যাগুলোর সমাধান সম্ভব। রক্ত ও লৌহ নীতি বলতে কুটিল কূটনীতি কে বোঝায়। রক্ত লৌহ নীতি কে সফল করার জন্য বিসমার্ক ভন রুন ও মলটকের সহযোগিতায় প্রাশিয়ার সামরিক সংগঠনকে মজবুত করে তোলেন।
বিসমার্ক তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানির জাতীয় গঠন সম্পন্ন করেন। ডেনমার্কের রাজা সপ্তম ফ্রেডারিক এক নতুন শাসনতন্ত্রের দ্বারা শেলজ উইগ নামে জার্মান অধ্যুষিত দুটি ডাচি বা জমিদারী ডেনমার্ক ভুক্ত করার উদ্যোগ নেন। এর পরিণামে এই দুই জাতির অধিবাসীরা স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু লন্ডনের সন্ধি বলে এই দুটি জাতির উপর ডেনমার্কের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু জার্মান ডায়েট এই ব্যবস্থার প্রতিবাদ জানায়। এদিকে বিসমার্ক অস্ট্রিয়ার সাহায্যে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু যুদ্ধে ডেনমার্কের পরাজয় হয়। হলেস্টেন সমস্যাকে কেন্দ্র করে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক আগে থেকেই ভাল ছিল। অস্ট্রিয়া ইতালি ও প্রাশিয়া উভয়েরই শত্রু ছিল। তাই বিসমার্ক ইতালির সহযোগিতা চান। ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন কে তিনি আশ্বস্ত করেন যে যুদ্ধ অবসানের তার নিরপেক্ষতার মূল্য স্বরূপ তাকে পুরস্কৃত করবেন।
অস্ট্রিয়ার ৱিমার্কের আক্রমণের লক্ষ্য ছিল ফ্রান্স। এমস টেলিগ্রাম কে কেন্দ্র করে ফ্রান্স প্রাশিয়া যুদ্ধ হলে ফ্রান্সের পরাজয় ঘটে। এইভাবে বিসমার্কের জার্মান ঐক্য সম্পন্ন হয়।
এছাড়া দেখোঃ
Class 9 Model Activity Task Geography Part 6 (September, 2021)