Class 9 Life Science Model Activity Task Part 7 (October), 2021:
Class 9 Life Science Model Activity Task Part 7 (October), 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক(অক্টোবর)
বিষয়ঃ জীবনবিজ্ঞান
শ্রেণীঃ নবম
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : ১ X ৩ = ৩
১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করাে –
(ক) রুই মাছ – অতিরিক্ত শ্বাস-অঙ্গ
(খ) মশা – দেহতল
(গ) টিকটিকি –ফুসফুস
(ঘ) অ্যামিবা – ট্রাকিয়া
উত্তরঃ (গ) টিকটিকি –ফুসফুস
১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করাে —
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তরঃ (ঘ) ৬টি
১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করাে —
(ক) পেপসিন প্রােটিনকে পেপটোনে পরিণত করে
(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
(গ) টায়ালিন সেথ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
উত্তরঃ (ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ১ X ৪ = ৪
২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করাে।
উত্তরঃ ভাজক কলার একটি কাজ হল – ভাজক কলার কোশগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোশের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।
২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখাে : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ
উত্তরঃ বিসদৃশ শব্দটি হলাে – লাইপেজ
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোভুটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ :কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : _________
উত্তরঃ নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন :: নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ: রজন
২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করাে এবং লেখাে :
সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল
উত্তরঃ হল নেফ্রন
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২X ৪ = ৮
৩.১ “ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক”— বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করাে।
উত্তরঃ ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক কারণ –
i) ধূমপানের ফলে ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়।
ii) ধূমপানের ফলে বায়ু পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
iii) ধূমপানের ফলে শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ায় জটিলতা দেখা যায়।
৩.২ “সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম”– উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করাে।
উত্তরঃ সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, এগুলি হল-
i) অ্যালকোহল বা সূরা প্রস্তুতিতে কাজে লাগে।
ii) গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে।
iii) দই ও ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে।
iv) পাউরুটি ও বিস্কুট কারখানায় কাজে লাগে।
৩,৩ “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত”- ব্যাখ্যা করাে।
উত্তরঃ (i) উপচিতি বিপাক এটি গঠনমূলক বিপাক । কিন্তু অপচিতি বিপাক এটি ভাঙনমূলক বা ধ্বংসাত্মক বিপাক।
(ii) উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কিন্তু অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়।
(iii) উপচিতি বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয়।
উদাহরণ : সালােকসংশ্লেষ ও পুষ্টি। কিন্তু অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগ সৃষ্টি হয়।
উদাহরণ : শ্বসন ও রেচন। এই পার্থক্যগুলি থেকেই প্রমাণিত হয় যে – “উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত”।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করাে।
উত্তরঃ জীবদেহে রেচনের গুরুত্বগুলি হল –
(i) আমাদের দেহ কোশে যেসব বিপাকজাত দূষিত পদার্থ সৃষ্টি হয় তা কোশের পক্ষে খুবই ক্ষতিকর। রেচনের মাধ্যমে ওইসব দূষিত পদার্থগুলি নির্গত হয়ে দেহ সুস্থ রাখে ।
(ii) জীব পরিবেশ থেকে যেসব মৌলগুলি গ্রহণ করে তা রেচনের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দেয় ফলে পরিবেশের মৌলগুলির স্বকীয়তা বজায় থাকে।
৪. নীচের প্রশ্নটির উত্তর লেখাে :
৪.১ সালােকসংশ্লেষের আলােক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করাে। রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করাে।
CO₂- এর স্থিতি করণ :
এই পর্যায়ে কোষস্থ পাঁচ কার্বনযুক্ত শর্করাযৌগ রাইবুলোজবিস ফসফেট গ্রাহক রূপে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তিনটে কার্বনযুক্ত কার্বন-ডাই-অক্সাইডের স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক এসিড তৈরি করে । কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনের কোষস্থ যৌগ অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলে।
রক্তের শ্রেণীবিভাগ তিনটির কাজ হল-
রক্ত সঞ্চালনঃ কোন দাতা রক্ত গ্রহীতার দেহে সঞ্চালনের পূর্বে উভয়ের রক্ত বিভাগ জানা জরুরী । কারণ ভিন্ন গ্রুপের রক্ত গ্রহীতার প্রাণহানির কারণ থাকতে পারে।
রক্ত দান কালে ABO অসঙ্গতি ঘটলে, রক্ত ম্যাচিং ঠিকমতো না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে।
পিতৃত্ব নির্ণয়ঃ
কোন শিশুর পিতৃত্ব নির্ণয়ে জঠিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়।
Check Also:
Class 9 Geography Model Activity Task Part 7 October, 2021
Class 9 English Model Activity Task(October) Part 7[Questions & Answers]
Class 9 All Subject Model Activity Task Part 6 Question & Answer
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |