Class 9 History Model Activity Task – II (August 2021) / Part- 5 | Class IX Model Activity Task Question & Answers | WB Class 9 History Part 5 Model Activity Task Question & Answers |
Class 9 History Model Activity Task – II (August 2021) / Part- 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর (আগস্ট)
বিষয়: ইতিহাস
নবম শ্রেণী
১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাওঃ
উত্তরঃ
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
১.১. ইয়ং ইতালি | খ) জোসেফ ম্যাতসিনি |
১.২. সেফটি ল্যাম্প | ঘ) হামফ্রি ডেভি |
১.৩. ইউরোপীয় সমাজতন্ত্র | ক) সাঁ সিমো |
১.৪. রক্ত ও লৌহনীতি | গ) বিসমার্ক |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো:
২.১. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে ৷
উত্তর: সত্য ৷
২.২. শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিত পায়৷
উত্তর: সত্য ৷
২.৩. হিটলারের ভাষায় ইতালি ছিল -” একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র”৷
উত্তর: সত্য
২.৪. “এড্রিয়ানোপলের সন্ধি” স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে ৷
উত্তর: মিথ্যা
৩. দু তিনটি বাক্যে নীচের প্রশ্ন গুলির উত্তর দাও৷
৩.১. রিসর্জিমেন্টো কী?
উত্তর: ‘ রিসর্জিমেন্টো’ কথার অর্থ পুনজাগরন৷ জাতীয়তাবাদের প্রভাবে গড়ে ওঠা আর্দশবোধ, ঐক্যবোধ, স্বদেশপ্রেমের জাগরনকে ‘ রিসর্জিমেন্টো’ বলা যায়৷ ইটালিতে রিসর্জিমেন্টোর আবির্ভাব ঘটেছিল৷
৩.২. ঘেটো কাকে বলা হতো?
উত্তর: ইটালির ভেনিস শহরে অল্প সংখ্যক ইহুদিদের বসবাসের অঞ্চলকে নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার হয়েছিল ৷ পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট জায়গা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়৷
৪. সাত আটটি বাক্যে উত্তর দাও৷
কাকে ‘ মুক্তি দাতা জার’ বলা হয় কেন?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তি দাতা জার বলা হয় ৷ তৎকালীন রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগই ছিল ভূমিদাস বা সার্ফ৷ অভিজাত ও জমিদার শ্রেণির অত্যাচার ও শোষণে এদের জীবন ছিল দূর্বিষহ৷ রুশ আইন অনুসারে ভূমিদাসরা অভিজাতদের ব্যক্তিগত সম্পত্তি বলে গণ্য হত৷ জার দ্বিতীয় আলেকজান্ডার ‘মুক্তি ঘোষনাপত্র’ দ্বারা 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়ে রুশ জনগণের নিকট তিনি ‘মুক্তিদাতা জার’ হিসেবে পরিচিত হন৷
সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এখানে ক্লিক করুন
Your all answers are so much beautiful and amazing. Thank you so much for your support and answers…
It is good but
thanks for this, i want need this answer ship.
It’s really good and helpful we are very helped by the answer