Class 8 Model Activity Task History Part 6 Answers(September): Class 8 Model Task Solution Part 6 Subject History. WBBSE Class 8 September Series III Solution History.
Class 8 Model Activity Task History Part 6 Answers(September):
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
ইতিহা
সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পুরণ করো :
সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ ) ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
২.২ ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়।
২৩ ) পাঞ্জাবে লালা লাজপত রাই-এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।
সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ) :
৩.১ অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?
৩.২ ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল?
নিজের ভাষায় লেখো (১২০-১৬০টি শব্দ) :
বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও।
উত্তরপত্রঃ
ইতিহাসঃ অষ্টম শ্রেণি
১/ ১) জমিদার সভা- দ্বারকানাথ ঠাকুর- 1838 খ্রিস্টাব্দ
২) ভারত সভা- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- 1876 খ্রিস্টাব্দে
৩) ইন্ডিয়ান লিগ- শিশির ঘোষ-1875 খ্রিষ্টাব্দ
২/ ১) সত্য
২) সত্য
৩) মিথ্যা
৩/ ১) অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য গুলি হল-
ক) ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা।
খ) ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে ব্রিটেনে তৈরি উৎপাদিত দ্রব্য ভারতের বাজারে বিক্রয় করা। এর ফলে দেশের কৃষি ও শিল্প ধ্বংস হতে থাকে।
গ) উচ্চ হারে ভূমি রাজস্ব দিতে বাধ্য হওয়ায় ভারতীয় কৃষকরা নিঃস্ব হয়ে পড়ে।
ঘ) ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য ক্ষতিগ্রস্ত হতে থাকে।
তাছাড়া শিল্পের বদলে কৃষির উপর চাপ বাড়ে অধিকাংশ মানুষ কিসের উপর নির্ভর করে দেশের দারিদ্র্য বৃদ্ধি পায়।
৩) ইলবার্ট বিল বিতর্ক: তৎকালীন ভারতীয় বিচার ব্যবস্থায় কোন ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিলনা। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সি পি ইলবার্ট বিচারবিভাগীয় ক্ষেত্রে এই অসম দূর করার চেষ্টা করেন। তিনি একটি বিল পাশ করেন যেখানে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবেন। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ করেন। তার ফলে সংঘটিত প্রতিবাদে বিল প্রত্যাহার করে নেওয়া হয়। আবার বিল প্রত্যাহার এর বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। এর ফলে শর্ত অনুযায়ী ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করার অধিকার পায়। উভয়পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত।
৪) বিশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি: বিংশ শতাব্দীর প্রথম দিকে বিপ্লবী সন্ত্রাসবাদি কার্যকলাপ শুরু হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এইসব গুপ্ত সমিতি গুলির মধ্যে অনুশীলন সমিতি ,ঢাকা অনুশীলন সমিতি ,যুগান্তর দল বেঙ্গল ভলান্টিয়ার্স প্রধান। 1908খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন যখন দুর্বল হয়ে পড়ে তখন বিপ্লবী সন্ত্রাসবাদি কার্যকলাপ প্রবল হয়ে ওঠে।
গুপ্ত সমিতি গুলি গড়ে ওঠার কারণ:
i) ব্রিটিশ দমন নীতির ফলে বঙ্গভঙ্গ-বিরোধী নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হলে বৈপ্লবিক সন্ত্রাসবাদ মাথাচাড়া দেয় এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে।
ii) জনগণের জন্য প্রকৃত আন্দোলনের কর্মসূচি নিতে না পেরে বিপ্লবীরা ব্যক্তিগত স্তরে সন্ত্রাসবাদি কার্যকলাপে আগ্রহী হয়ে পড়ে।
iii) বিভিন্ন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত বিপ্লবীরা অত্যাচারী ইংরেজ অফিসার কর্মচারী ও পুরুষদের হত্যা করে সত্যিকারের প্রতিশোধ নিতে চাইত।
iv) গুপ্ত সমিতি গুলি গোপনে কাজ করায় পুলিশ সহজে এদের নাগাল পেত না।