Class 8 Geography Model Activity Task Part 7 (October) 2021:
পরিবেশবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক / অষ্টম শ্রেণি উত্তরমালাঃ
১.১)গ) উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
১.২)ঘ) কিউমুলোনিম্বাস
১.৩) গ্র্যান্ড ক্যানিয়ন- কলোরাডো নদীর প্রবল পাশ্বখয়
১.৪) ক) গায়না
২। উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.১ স্থানীয় বায়ু | ii) চিনুক |
২.২ বেশি উচ্চতার মেঘ | iv) সিরাস |
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ | i) টিটিকাকা |
২.৪ পশুচারণভূমি | iii) এস্টেনশিয়া |
৩.১) মেরু অঞ্চলে বায়ুর চাপ সৃষ্টির কারণ গুলি হল:
ক) বাষ্পীভবন কম হওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ কম হয়, তাই এখানকার বায়ু অপেক্ষাকৃত ভারী হয়।
খ) পার্শ্ববর্তী মেরু বৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বমুখী কিছু অংশ শীতল হয় এবং এই অঞ্চলে নেমে আসে তাই এখানে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। এই সমস্ত কারণ গুলির জন্য দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে।
৩.২) দক্ষিণ আমেরিকার নদী গুলির দুটি বৈশিষ্ট্য হলো:
ক) দক্ষিণ আমেরিকার নদী গুলি আয়তনে অনেক বড় এবং দীর্ঘ।
খ) দক্ষিণ আমেরিকার নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হওয়ায় সারাবছর প্রবাহমান।
গ) দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
৪.১) প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা- বক্তব্যটির যথার্থগুলি হল:
ক) ঘূর্ণবাতের বায়ু চারদিক থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে। কিন্তু প্রতীপ ঘূর্ণবাত বায়ু কেন্দ্র থেকে চারি দিকে প্রবাহিত হয়।
খ) ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, প্রতীপ ঘূর্ণবাত কেন্দ্রে থাকে উচ্চচাপ।
গ) ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয়। কিন্তু প্রতীপ ঘূর্ণবাত এর বায়ু শীতল ও নিম্নমুখী হয়।
ঘ) ঘূর্ণবাতের ফলে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু প্রতীপ ঘূর্ণবাত এর ফলে বৃষ্টিপাত হয় না।
৫.১) হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ গুলি হল:
ক) তরঙ্গায়িত ও বিস্তীর্ণ সমতল ভূমি।
খ) নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু।
গ) পরিমিত বৃষ্টিপাত( 50 থেকে 60 সেমি)।
ঘ) উর্বর কৃষ্ণ মৃত্তিকা।
ঙ) উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থার জন্য হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নতি লাভ করেছে । হ্রদ অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি ভুট্টা উৎপাদন হয়। তাছাড়া আরো অন্যান্য ফসল যেমন- গম, যব, সোয়াবিন, আপেল প্রভৃতির চাষ হয়।
এছাড়া দেখে নাওঃ
Class 8 Math Model Activity Task October Part 7 (Question & Answer)
Class 8 English Model Activity Task Part 7 October [Question & Answer]
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |
Perfect answers