Class 8 Bengali Model Activity Task Part 2- অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
Class VIII Bengali Model Activity Task Part 2 Answers | Class 8 Bengali Part 2 Answers | অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অংশ ২ প্রশ্ন ও উত্তর।
(১) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(১.১) সেলুকাস ছিলেন —গ্রিক সেনাপতি/গ্রিক সম্রাট/মুর সেনাপতি/আরব সেনাপতি।
উত্তর:- গ্রিক সেনাপতি ।
(১.২) তােতাই এর চাই —- একটি সবুজ টিয়া/সবুজ চারাগাছ/সবুজ জামা/চশমা।
উত্তর:- সবুজ জামা ।
(১.৩) ‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী’— পঙক্তিটির রচিয়াতা মাইকেল মধুসুদন দত্ত/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ভারতচন্দ্র রায়/ গৌরদাস বসাক।
উত্তর :- ভারত চন্দ্র রায় ।
(১.৪) ‘আলেম’ শব্দের অর্থ— প্রবর্তক/সর্বজ্ঞ/অভিযাত্রী/সহযাত্রী।
উত্তর:- সর্বজ্ঞ ।
(১.৫) ‘মুর সেনাপতি’ শব্দে দলসংখ্যা—দুই/তিন / পাঁচ/ছয়।
উত্তর:- পাঁচ ।
২। ২.১ ‘সুখ পাওয়া যায় অনেকখানি’- কবির মতে সুখলাভের উপায়টি কী?
উঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
নিজের মতো অন্যকে পাওয়া যায় না কিংবা অন্যের মতো করে নিজেকে মানিয়ে নেওয়া যায় না। কারো ঠেলায় যেমন নিজে অসুবিধায় পড়তে হয় তেমনি নিজের চাপে অন্যেও অসুবিধায় পড়ে। ফলে উভয়পক্ষের দিক থেকে হাত বাড়ালে অর্থাৎ সহযোগিতা করলে উভয়েরই দুঃখ লাঘব হয়, অনেকটা সুখ মেলে।
২.২ ‘…বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল’- এই কথোপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ”অদ্ভূত আতিথেয়তা” গল্পে আরব সেনাপতি ও মুরসেনাপতির কথা এখানে বলা হয়েছে।
আরব সেনাপতি ও মুর সেনাপতি উভয়ের কথোপকথনের মাধ্যমে নিজেদের পূর্বপুরুষের পরাক্রম যুদ্ধ কৌশলের নানা কথা উঠে আসে। এই কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি বুঝতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃ হন্তা। কিন্তু এখন মুর সেনাপতি তার অতিথি, তাই তিনি অতিথির কোন ক্ষতি করবেন না।
উঃবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত “পথের পাঁচালী” গল্পে অপু টিনের বাক্সে একটি রং চটা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কতক কড়ি, দুপয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, খান কতক খাপড়ার কুচি প্রভৃতি সম্পত্তি রেখেছিল।
টিনের বাক্সে সংগৃহীত করে রাখা সম্পত্তিগুলি থেকে তার চরিত্র সম্পর্কে এই ধারণাই উপনীত হওয়া যায় যে, অপু ছিল খুবই কল্পনাপ্রবণ, স্বপ্নবিলাসী। তার স্বপ্নগুলো তাকে জীবনের প্রতিমুহূর্তে বেঁচে থাকার জন্য ওর জীবনকে উপভোগ করার জন্য রসদ যোগাতো ।
এছাড়াও দেখুনঃ
Class 8 English Model Activity Task Part 1 Answers
Thanks
Thank you
Thanks
THANK YOU.