Class 7 History Part 2 Model Activity Task Answers

Class 7 History Part 2 Model Activity Task Answers:মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 ইতিহাস part 2

Class 7 History Part 2 Model Activity Task Answers

Class 7 History Part 2 Model Activity Task Answers:

 

১. শশাঙ্ক বৌদ্ধবিদ্বেষী ছিলেন – এই উক্তিটা ঠিক না ভুল? তোমার উত্তরের সাপেক্ষে দুটি বা তিনটি বাক্যে লেখো।

উত্তরঃ স্বাভাবিকভাবেই শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে হিসেবেই দেখা যায় কারণ তিনি বোধি বৃক্ষ ছেদন করেন এবং বৌদ্ধবিহার ধ্বংস করেন । তাছাড়া হিউ এন সাং এর এবং বানভট্ট এর মতে তিনি ছিলেন বৌদ্ধধর্মের ঘোর বিরোধী।  কিন্তু অনেকেই আবার একথা ভ্রান্ত বলে মত দিয়েছেন । তাদের মতে শশাঙ্কের নেতৃত্বে বাংলা একটি সর্বভারতীয় শক্তি রূপে বিরাজ করে তাই ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদারের মতে ছিলেন বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম রাজা।

.২. সুলতান মাহমুদের ১৭ বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কি ছিল বলে তোমার মনে হয়? (৭০/৮০টি শব্দে লেখ)

উত্তরঃ সুলতান মাহমুদের ভারত আক্রমণের পিছনে অনেকগুলি কারণ ছিল । সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলঃ

 সাম্রাজ্য প্রতিষ্ঠা,  বিস্তার এবং সাম্রাজ্য অলংকরণ ও সমৃদ্ধশালী করার জন্য প্রচুর অর্থের প্রয়োজনে মাহমুদের ভারত অভিযান ও ভারত আক্রমণ করে।

 

  ভারতের মন্দিরগুলিতে সে সময় ছিল সোনা, রূপো, হিরে,  জহরত ও মণিমুক্তো পরিপূর্ণ।  ভারতের মন্দিরগুলি লুণ্ঠন করে ধন সম্পদ অর্জন করা তাঁর অন্যতম উদ্দেশ্য ছিল

 ভারতের পৌত্তলিকতার অবসান ঘটিয়ে একেশ্বরবাদী ইসলাম ধর্মের বিস্তার ঘটানো তার উদ্দেশ্য ছিল ।

 ভারতীয়দের মধ্যে ঐক্যের অভাব তার অভিযানের উদ্দেশ্যকে ত্বরান্বিত করেছিল ।

 

৩. . নিচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখো –

ক) মাৎস্যন্যায়ঃ

মাৎস্যন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী শাসক এর অভাবকে বোঝায় । অরাজকতার সময় শক্তিশালী লোক দুর্বল লোকদের উপর অত্যাচার করে ঠিক পুকুরের বড় মাছ যেমন ছোটদের খেয়ে ফেলে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত দীর্ঘ ১০০ বছর ছিল বাংলার ইতিহাসের একটা মাৎস্যন্যায় যুগ। এই যুগে প্রত্যেক ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছেমতো নিজের এলাকা শাসন করতো।

খ) ব্রহ্মদেয়ঃ খ্রিস্টীয় চতুর্থ শতকের শুরু থেকে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বা ধর্ম স্থানের উদ্দেশ্য ভূমিদান প্রথা প্রচলন হয় । ব্রাহ্মণ পুরোহিত বা ধর্ম স্থানের উদ্দেশ্য  ভূখণ্ড বা  গ্রামদান করার নীতিকে বলে অগ্রহার ব্যবস্থা।  অগ্রহার ব্যবস্থার  রাজা কর্তৃক ভূখণ্ড বা গ্রাম যখন এক বা একাধিক ব্রাহ্মণকে প্রদান করা হতো , তখন তাকে বলা হতো ব্রহ্মদেয় দান ।

গ) খিলাফতঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর মৃত্যুর পর ইসলাম জগতের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের খলিফা বলা হয় । আর এই খলিফার শাসন যত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সেই বিস্তীর্ণ অঞ্চলই  হল সেই খলিফার  খিলাফত।

 

এছাড়া দেখুনঃ

Class 7 History Part 1 Model Activity Task Answers

Class 7 Model Activity Task 2021 Mathematics Part 2 Answers

[Part 2 ] Class 7 পরিবেশ ও বিজ্ঞান | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

Model Activity Task 2021 Class 7 Geography Part 2 Answer

Model Activity Task Class 7 Geography Part 1 Answer

Model Activity Task Class 7 Bengali 2021 Part 2 Answers

Model Activity Task Class 7 Bengali 2021 part 1 Answers

Class 7 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers

WB Class 7 Model Activity Task Solve | Subject English part 2

Class 7 Model Activity Task 2021 English(2nd Language) Part 1

Class 7 Model Activity Task 2021 All Part PDF Download

 

Leave a Comment

Your email address will not be published.

x