Class 7 History Model Activity Task Solution {February 2022} Part 2

Class 7 History Model Activity Task Solution {February 2022} Part 2:

Class 7 History Model Activity Task Solution {February 2022} Part 2

 

১/ ক) ঐতরেয় আরণ্যক-এ

খ)1971

গ) কর্ণসুবর্ণ

ঘ) পূর্ববঙ্গের বিক্রমপুরে

 

২/  ক স্তম্ভ              খ স্তম্ভ

গৌড়বহো——— বাক পতিরাজ

হর্ষচরিত———– বানভট্ট

কিতাব আল হিন্দ— অলবিরুনি

রামচরিত——- সন্ধ্যাকর নন্দী

 

৩/  ক) ভাগিরথী, পদ্মা ও মেঘনা এই তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল।

খ) গঙ্গাইকোন্ডচোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল।

গ) খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী।

 

৪/  ক) মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাব কে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি দেশে অরাজকতার সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। গৌড়ের শাসক শশাঙ্ক কোন স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি। হলে তার মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং বাংলায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অষ্টম শতকে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করলে বাংলায় যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, তাকে মাৎস্যন্যায় বলা হয়।

খ) কৈবর্ত বিদ্রোহ পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে ঘটেছিল।

কৈবর্ত বিদ্রোহ বাংলার উত্তর ভাগে সংঘটিত হয়েছিল।

কৈবর্ত বিদ্রোহে তিনজন নেতা নেতৃত্ব দিয়েছিলেন। তারা হলেন- দিব্য,রুদ্দোক ও ভীম।

গ) ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এ দেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মোহনায় ও মালাবার উপকূলে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হয়েছিল। তাছাড়া স্থানীয় শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল।

 

You Might Be Like Also:

Class 7 English Model Activity Task February 2022 Part 2

 

Leave a comment