Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Answer

Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Answer: [PART 6] Model Activity Task Class 7 Geography Part 6 Solutions 2021 | সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | September Month, 2021 Model Task Bengali Version. Model Activity Task 2021. Month : September, ভূগোল PART 6.

Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Answer

Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Question( সপ্তম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর  2021 এর প্রশ্ন):

মডেল অ্যাক্টিভিটি টাস্ক (সেপ্টেম্বর)

বিষয় ভূগোল

শ্রেণী সপ্তম

Part: 6

প্রশ্নপত্র

 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩

১.১ ‘পৃথিবীর ছাদ’ যে মালভুমিকে বলা হয় সেটি হলো –

১.২ নদীর উচ্চ প্রবাহে ‘I’ আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো –

১.৩ যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো –

 

২. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩

class 7 model task geography

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো । ২

৩.২ নীলনদের উপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল ? ৩

৪. ‘মানুষের নানবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো । ৫

 

Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Question( সপ্তম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর  2021 এর উত্তর):

মডেল অ্যাক্টিভিটি টাস্ক (সেপ্টেম্বর 2021)

শ্রেণী সপ্তম

বিষয় ভূগোল

Part: 6

উত্তরপত্র

১/১)ক) পামির মালভূমি
২)খ) নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া
৩)গ )  মার্বেল

২/১) কিলিমাঞ্জারো- আগ্নেয় পর্বত
২) গ্রানাইট- আগ্নেয় শিলা
৩) মিয়েন্ডার- নদীর মধ্য প্রবাহ

 

৩/১)ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য:
 ভূমির ঢাল: মালভূমির উপরের অংশ সমতল, ঢেউ খেলানো বা উঁচু নিচু হয়। চার দিকে খাড়া ঢাল থাকে। কিন্তু সমভূমির সমুদ্রপৃষ্ঠ থেকে খুব উঁচু নয় উপরিভাগ প্রায় সমতল।
উচ্চতা: মালভূমির উচ্চতা 300 মিটার এর বেশি। কিন্তু সমভূমির উচ্চতা 300 মিটার এর কম।

২) নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো, এইসব সেচৱাঁধ থেকে খাল কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। তার ফলে প্রাকৃতিক দিক থেকে নীল নদের অববাহিকায় অঞ্চল রুক্ষ হওয়া সত্ত্বেও কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। এটি সম্ভব হয়েছে এই ধরনের বাঁধ বা জলাধার নির্মাণ করার ফলে। তার ফলে শেষ ব্যবস্থার উন্নতি হয়েছে।

 

৪) জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষির উন্নতি, শিল্পের প্রসার, নগরায়ন প্রভ্রতির প্রভাব নদীর উপর পড়েছে। নদীতে কৃত্রিম বাঁধ নির্মাণ করে কৃষি জমিতে জল বিদ্যুৎ উৎপাদন মৎস্যচাষ বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সুফল পাওয়া যায় কিন্তু তাতে নদীর স্বাভাবিক গতি রুদ্ধ হয়। বাঁধ নির্মাণ ভয়াবহ বন্যার কারণ হয়ে দেখা দেয়। সেচের জন্য ব্যাপকভাবে জল তুলে নেওয়ার ফলে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে অপরদিকে কৃষিজমির পলি এসে নদী ভরাট হয়ে যাচ্ছে। শহরের এবং বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ নদীর জল ক্রমশ দূষিত হচ্ছে। এই ভাবেই মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

 

এছাড়া দেখে নাও;

Class 7 History Model Activity Task Part 6 September 2021 (Series-III)

Class 7 English Model Activity Task Part 6 September

Leave a Comment

Your email address will not be published.

x