Class 7 Bengali Part 6 Model Activity Task (September, 2021): Class 7 Bengali Part 6 Model Activity Task Question & Answers 2021, September.
Class 7 Bengali Part 6 Model Activity Task Questions:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক(প্রশ্নপত্র)
সপ্তম শ্রেণি
বাংলা
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ ‘বাইরের চলাটা আসল নয়। প্রকৃত চলা কোনটি?
১.২ ‘জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে’।- কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে?
১.৩ ‘আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। কোন কথার অবতারণাকে বক্তার ‘ঠাট্টা মনে হয়েছে?
১.৪ জেমস এইচ. কাজিস কে ছিলেন?
১.৫ এ ছবি আমি পরেও দেখেছি। কোন দৃশ্যবর্ণনা প্রসঙ্গে একথা এসেছে?
১.৬ তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন’ কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণা রয়েছে বলে কবি মনে করেন?
১.৭ নীরব এখানে অমর কিষাণপাড়া। কিযাণপাড়াকে ‘অমর’ বলা হয়েছে কেন?
২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো: (প্রতিটি প্রশ্নের মান ৩)
২.১ ‘জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে।’—- মানুষের সেই কীর্তির কথা কার দৌড় কদ্দুর রচনায় কীভাবে বর্ণিত হয়েছে?
২.২ ‘তুমি একটা স্পাই’। কোন পরিস্থিতিতে বস্তার একথা মনে হয়েছে?
২.৩ সরলা দেবী তাঁর জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন?
২.৪ এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি। রীতিটি কী?
২.৫ সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১ ঋ, র, ষ এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে ন>ণ হয়। প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
৩.২ পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বসৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম স্ হয় ‘ষ’। উদাহরণ দাও।
৩.৩ ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো।
Class 7 Bengali Part 6 Model Activity Task Answers(সপ্তম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর সেপ্টেম্বর 2021):
মডেল অ্যাক্টিভিটি টাস্ক(উত্তরপত্র)
সপ্তম শ্রেণি
বাংলা
1/1) কার দৌড় কদ্দূর গল্পের লেখক শিবতোষ মুখপাধ্যায় প্রকৃত চলতে মানুষের নিজের মন ভূমির মধ্যে চলাকে বুঝিয়েছেন।
2) ছেলেটির মনে প্রশ্ন জাগে যে ঝোলাগুড় সাবানে না পটকায় কোনটিতে দেওয়া হয় সেটা ঠিক করতে না পেরে সে মেজদাকে জিজ্ঞাসা করবে প্রশ্নটা।
3) পুরন্দর যে গোলক আবিষ্কার করেছেন তার মাধ্যমে লেক সেভার এর সমস্ত বড় মাত্র 5 মিনিটে বাষ্প হয়ে মেঘ হয়ে যাবে। আর সেই মেয়ে কারপভ এর দেশ সাইবেরিয়া নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাতে চেয়েছেন বিজ্ঞানী পুরন্দর সেই প্রসঙ্গে এ উক্তি করেছেন।
4) 1919 সালে দক্ষিণ ভারতের থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ ছিলেন জেমস এইচ কাজিনস রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন।
5) কবি কাজী নজরুল ইসলামের গান গাওয়ার দৃশ্য এখানে উল্লেখ অর্থাৎ মুখভর্তি পান নিয়ে গলায় হারমোনিয়াম বেঁধে বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন।
6) এখানে কবি বোঝাতে চেয়েছেন যারা বড় বড় অট্টালিকা তৈরি এর মধ্য দিয়ে নাম রেখে যেতে চান তাদের চেষ্টা বৃথা যাচ্ছে। আর যারা অগণিত সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করে তারাই প্রকৃত স্মৃতিচিহ্ন।
2/1) জীব জগতের শ্রেষ্ঠ জীব মানুষ কেননা তারা নিজেরাও চলছে এবং অন্য কিছু কি ও চালনা করছে ।মানুষ জলে জাহাজও ডুবোজাহাজ চালায়, স্থানে মানুষ নানা রকম যানবাহন এবং রেলপথে রেল গাড়ি চালায়,তারা আকাশপথে মানুষ জেট প্লেন চালায় ।এই সমস্ত বিবরণ আমরা কার দৌড় কদ্দূর গল্পে পেয়েছি।
2) মেঘ চোর গল্পের যখন পুরন্দর চৌধুরী জানায় যে তার রেকর্ড করা নামের সঙ্গে অসীমার নামটাও থাকবে তখন অসীমা কারপভের মেয়ে ও তার মা বাঙালি বলে পরিচয় দেয় ।এই সময় বৃষ্টি বিজ্ঞানী আলোচনায় পশ্চিমে কে একথা বলেছে।
3) জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলা দেবী তাঁর রবীন্দ্র সংগীত সম্পর্কে লিখেছেন যে, তিনি মাঝিদের কাছে যা শুনতেন তা রবি মামাকে শুনাতেন কিন্তু রবিমামা গানের সুর ভেঙে নিজেই গান রচনা করতেন। তাঁর কোন আলোতে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা কবি তার কাছ থেকে শোনা সরলা দেবীর সুরেই বসান।
4) স্বদেশী মিটিংয়ের রীতি ছিল যে কোন স্বদেশী মিটিংয়ে নেতাজি বক্তৃতার আগে নজরুল গান গাইতেন সেটা লেখকরা ছোটবেলায় দেখেছেন।
5) কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিতে নেওয়া হয়েছে। এখানে সুবর্ণ যুগ অর্থাৎ সোনার মত মূল্যবান সময় কালকে বোঝানো হয়েছে। দুর্ভিক্ষ কবলিত বাংলায় যেন সুদিন ফিরে আসে এই কামনা কবি করছেন। কবির এই আশা পূরণ হয়েছে মাঠে মাঠে ফসল ফলেছে চাষির মুখে হাসি ফুটেছে। এইভাবে বাংলায় সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে।
3/1)ঋণ, বর্ণ, স্বর্ণ, তুণ, জীর্ণ, শীর্ণ প্রভৃতি|
2) মাতৃষ্মসা
পিতৃষ্মসা
3) আমার মনটা হুহু করছে।( এখানে হু হু শব্দটি মনের শূন্যতাকে প্রকাশ করল অর্থাৎ ভাব প্রকাশ করল)।
এছাড়া দেখে নাও:
Model Activity Task Class 7 Science Part 6 (September) Series III
Class 7 Geography Part 6 Model Task (September, 2021) Answer
Class 7 History Model Activity Task Part 6 September 2021 (Series-III)
Class 7 English Model Activity Task Part 6 September
Thank you so much.
It’s a beautiful website I used it website because I was not solve model activities thanks
Thanks for your nice answar ☺☺☺
Thank you so so so much sir