Class 7 Bengali Part 3 Model Activity Task 2021 Answers
অধ্যায় : ‘নোট বই,
১. বহু বিকল্পীয় প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান ১)
১.১. ‘নােট বই’ কবিতায় গরু ছটপট করে –
(ক) কাতুকুতু দিলে, (খ) আঘাত করলে , (গ) বেঁধে রাখলে , (ঘ) জল না দিলে।
উত্তর : ক) কাতুকুতু দিলে।
১.২. “জবাবটা জেনে নেব” —
(ক) মেজদাকে অনুরােধ করে , (খ) মেজদাকে খুঁচিয়ে , (গ) মেজদাকে ভয় দেখিয়ে , (ঘ) মেজদার মাধ্যমে।
উত্তর :(খ) মেজদাকে খুঁচিয়ে।
১.৩. বলাে দেখি ঝাজ কেন জোয়ানের আরকে”?-তারক’ শব্দের অর্থ হলাে —
(ক) নির্যাস, (খ) বড়ি , (গ) পাতা ,(ঘ) গাছ।
উত্তর : (ক) নির্যাস।
২. ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান-৩) (প্রতিটি উত্তর কম-বেশি চারটি বাক্যে লিখতে হবে)
২.১ “ভালাে কথা শুনি যেই চটপট লিখি তায়-“-ভালাে কথাগুলি কী কী ছিলাে ?
উত্তরঃ উদ্ধৃত অংশটি কবি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার অংশ । ভালো কথাগুলি ছিল- ফড়িং এর ক’টা ঠ্যাং, আরশোলা কি কি খায় , আঙুলে আঠা দিলে চটচট কেন করে, গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ।
২.২ “তােমরাও নােট বই পড়ােনি !”- না বই না পড়ার কারণে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ?
উত্তরঃ অংশটি কবি সুকুমার রায়ের লেখা ‘নোট বই’ কবিতা থেকে নেওয়া হয়েছে । নোট বই পড়ার কারণে জোয়ানের আরকে ঝাজ থাকার কারণ, তেজপাতার তেজ , লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য এবং পিলে চমকানোর কারণ বা নাক ডাকার কারণ এবং দুন্দুভি কাকে বলে এইসব প্রশ্নের উত্তর গুলি পাওয়া যায়নি।
২.৩ আগাগোড়া-এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখাে।
উত্তরঃ ভালো-মন্দ, সত্য-মিথ্যা, জানা-অজানা, বিপদ-আপদ , জয় -পরাজয়।
অধ্যায় : ‘খােকনের প্রথম ছবি – বনফুল
১. বহু বিকল্পীয় প্রশ্ন : (প্রতি প্রশ্নের মান ১) (নিম্নলিখিত ক্ষেত্রে ঠিক উত্তরটি বেছে লেখা)
১.১. “খোকন সত্যি সত্যি একে ফেলল একদিন”- খােকন এঁকেছিল –
(ক) টেবিল (খ) কলসি (গ) ইউক্যালিপটাস গাছ (ঘ) গােলাপ ফুল।
উত্তর :(গ) ইউক্যালিপটাস গাছ।
১.২. “মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খােকন”। ‘বেকুব’ হল –
(ক) তৎসম শব্দ , (খ) তদ্ভব শব্দ ,(গ) আরবি-ফারসি শব্দ , (ঘ) দেশি শব্দ।
উত্তর :(গ) আরবি-ফারসি শব্দ।
১.৩. খােকনের বাবার চিত্রকর-বন্ধুটি থাকেন-
(ক) দিল্লিতে (খ) লক্ষ্ণৌতে (গ) কলকাতায় (ঘ) মাদ্রাজে।
উত্তর : (খ) লক্ষ্ণৌতে
২.১. “প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না।”-একথা বলার কারণ কী?
উত্তর :উদ্ধৃত অংশটি সাহিত্যিক বনফুল রচিত খোকনের প্রথম ছবি রচনার অংশ । প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতির ছবি আঁকতে গেলে ঠিকমতো আঁকা যায় না কারণ প্রকৃতির সৌন্দর্য ও মুগ্ধতাকে ছবিতে ফুটিয়ে তোলা সম্ভব নয় । তাছাড়া খোকন তার আঁকা সূর্যের ছবিতে যেমন সূর্যের দীপ্তি অর্থাৎ উজ্জলতা ফোটাতে পারেনি তেমনি খোকন তার আঁকা গোলাপ ফুলের ছবিতে ফুলের সৌন্দর্যতাকে তুলে ধরতে পারেনি। এই প্রসঙ্গে উক্ত কথাটি বলা হয়েছে।
২.২. “নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খােকন।”-প্রথম সৃষ্টি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করাে।
উত্তর :উদ্ধৃত অংশটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া । পূর্বে খোকন যত ছবি এঁকেছে সবগুলিই কোন ছবির প্রতিরূপ অর্থাৎ ছবিগুলোর মধ্যে কোন কিছুকে দেখেছে। কিন্তু অন্ধকার ঘরে বসে খোকন নিজের কল্পনা শক্তির সাহায্যে অন্ধকারের যে ছবি এঁকেছে সেটি খোকনের নিজস্ব সৃষ্টি । কোন কিছুর প্রতিরূপ নয় । তাই তার আঁকা এই ছবিতে প্রথম সৃষ্টি আখ্যা দেওয়া হয়েছে।
এছাড়া দেখুনঃ
Class 7 Part 3 Model Activity Task History Part 3 Question & Answers
Class 7 History Part 1 Model Activity Task Answers
Class 7 Model Activity Task 2021 Mathematics Part 2 Answers
[Part 2 ] Class 7 পরিবেশ ও বিজ্ঞান | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর
Model Activity Task 2021 Class 7 Geography Part 2 Answer
Model Activity Task Class 7 Geography Part 1 Answer
Model Activity Task Class 7 Bengali 2021 Part 2 Answers
Model Activity Task Class 7 Bengali 2021 part 1 Answers
Class 7 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
WB Class 7 Model Activity Task Solve | Subject English part 2
Class 7 Model Activity Task 2021 English(2nd Language) Part 1
Class 7 Model Activity Task 2021 All Part PDF Download