ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 Part 2:ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২,ষষ্ঠ শ্রেণি ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022,নিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 বাংলা ফেব্রু়ারিতেই 2022 সালের,ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022,ষষ্ঠ শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ফেব্রুয়ারি 2022,ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 পার্ট 2,#মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি ফেব্রুয়ারি 2022,ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 2
ষষ্ঠ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 Part 2 উত্তরপত্রঃ
২/ ১.১ক)1933 সালে
১.২ খ)এমু
১.৩গ) সবেদা
2) ২.১ক) অভিমুন্য সেনাপতি হলেন শংকর সেনাপতির বাবা।
২.২খ) শংকর আকন্দবাড়ী স্কুলে পড়েন।
২.৩গ) আলোচ্য বক্তব্য টি বলেছেন বিভীষণ দাস।
৩/ ৩.১) লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শংকর গল্পে শংকর সেনাপতি চমকে উঠে।
শংকর সেনাপতি আকন্দবাড়ী স্কুলে ক্লাস ফাইভে পড়ে। একদিন বিভীষণ মাস্টারমশাই প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে এমু পাখি সম্পর্কে আলোচনা করছিল। তখন শংকর সেনাপতি খোলা জানালা দিয়ে মেঘ, আকাশ ও পাখিদের উড়ে যাওয়া কে আপন মনে দেখছিল। সেই সময় হঠাৎ করে মাস্টারমশাই শঙ্করকে নাম ধরে ডাকলে সে চমকে ওঠে।
৩.২) লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শংকর গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।
স্কুলের শিক্ষক বিভীষণ দাস আপনভোলা খেয়ালি শঙ্করকে এমু পাখি সম্পর্কে জিজ্ঞাসা করলে আনমনা শংকর এমু পাখির কাল্পনিক বর্ণনা দিতে গিয়ে বলে যে, গাঢ় ছাই রঙের বাজপাখির থেকেও বড় এমু পাখিকে ঘোলপুকুরে বড়ো দিঘির পারে সবেদা গাছের ডালে উড়ে এসে বসতে সে দেখেছে। শঙ্করের মুখ থেকে এমু পাখি সম্পর্কে এই ধরনের বর্ণনা শুনে ক্লাসের সব ছাত্র-ছাত্রীরা হাসিতে ফেটে পড়েছিল।
৩.৩) শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শংকর গল্পের বিভীষণ মাস্টারমশাই মাঠে বা বাগানে পাখি দেখার জন্য কি কি করতে হয় তা জানিয়েছেন। তিনি উপদেশ দিয়ে বলেন যে, পাখি দেখার জন্য বাগানে বা মাঠে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয়, যাতে চলার শব্দ না ওঠে। তিনি আরো বলেন যে জামাকাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে সুবিধে হয়। তার কারণ ওই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। তবে বেগুনি রঙের জামা পরলে ভালো কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না।
৪) লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শংকর গল্পে শিক্ষক বিভীষণ দাস আনমনা শঙ্করকে এমু পাখি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ভুল উত্তর দেয়। তখন মাস্টারমশাই প্রচন্ড রেগে তাকে বকাবকি করে। তারপর মাস্টারমশাই শংকর এর কাছে জানতে চেয়ে ছিলেন যে তিনি আর কি কি পাখি দেখেছে। তখন শংকর জানায় যে হাঁড়িচাচা, পানকৌরি তিতির মাছরাঙ্গা প্রভৃতি পাখির সঙ্গে তার ভালোভাবে পরিচিত। কারণ সে গাছে গাছে ঘুরে বেড়ায়। তখন শিক্ষক বিভীষণ মাস্টারমশাই শংকর কে বাহবা জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেয়। মাস্টার মশায়ের কাছে প্রশংসার যোগ্য হয়ে শঙ্করের বুক গর্বে ভরে ওঠে।
এছাড়া দেখে নাওঃ
ষষ্ঠ শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক (ফেব্রুয়ারি 2020 Part 2)
Model Activity Task 2022 February Class 6 Geography Part-2