Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers

Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers: ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন ও উত্তর Part 1

 

 

১.7994424 -এই সংখ্যাটিতে তিনটি 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করাে।

উত্তরঃ

class vi math

২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান। 

উত্তরঃ

class 6 math

 ∆ABC স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার দুটি বাহু AB ও BC এর দৈর্ঘ্য সমান অর্থাৎ AB=BC=6cm.  এই ত্রিভুজটির কোণের মান 90° এর থেকে বেশি।

 

 

 

৩. 1টি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই-এর কাঠি, 2টি বর্গাকার তৈরির জন্য 2 x 4 টি দেশলাই -এর কাঠির প্রয়ােজন।এইভাবে n টি বর্গাকার তৈরির জন্য মােট কাঠির সংখ্যা কতাে হবে? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখাে।

উত্তরঃ

1 টি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই-এর কাঠি লাগে

       2 টি বর্গাকার তৈরির জন্য 2 x 4=  8 টি দেশলাই এর কাঠি লাগে

       n টি বর্গাকার তৈরির জন্য n x 4=  4n টি দেশলাই এর কাঠি লাগে

 অতএব, n টি বর্গাকার তৈরির জন্য n x 4=  4n টি দেশলাই এর কাঠি লাগে

 এখানে চলরাশি হল= n

এবং ধ্রুবক হল= 4

৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘণ্টার ⅖ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘণ্টার 5/12 অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে? কার কতাে বেশি সময় লেগেছে?

উত্তরঃ

class 6 math

এছাড়া দেখুন:

Class 6 Model Activity Task 2021 English Part 1 Answers

Class 6 Model Activity Task 2021 All Part PDF Download

ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান এর উত্তর

Leave a Comment

Your email address will not be published.

x