Class 6 Math Model Activity Task Part 6 ( September, 2021)

Class 6 Math Model Activity Task Part 6 ( September, 2021):

Class 6 Math Model Activity Task Part 6 ( September, 2021)

 

 ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর সেপ্টেম্বর 2021 part 6

 

নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):

(i) 1414 অংশ ডিম নষ্ট হলে , ডিম নষ্ট হয়েছে শতকরা
(a) 25% (b) 25 (c) 100 (d) 40

উত্তরঃ (a) 25%

(i) 500 গ্রাম = (a) 0.05 কি.গ্রা. (b) 500 × 1000 কি.গ্রা. (c) 0.5 কি.গ্রা. (d) 5 × 100 কি.গ্রা.

উত্তরঃ (c) 0.5 কি.গ্রা.

(i) 0.3 , 0.16 , 0.1 সংখ্যাগুলিকে মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে

(a) 0.3 , 0.16 , 0.1 (b) 0.1, 0.16 , 0.3 (c) 0.1, 0.3, 0.16 (d) 0.3, 0.1 , 0.16

উত্তরঃ মানের উর্ধক্রমে সাজালে পাওয়া যাবে (b) 0.1, 0.16 , 0.3

(i) 3,5 ও 1,15 এর
(a) গ.সা.গু সমান কিন্তু ল.সা.গু অসমান
(b) গ.সা.গু অসমান কিন্তু ল.সা.গু সমান
(c) গ.সা.গু অসমান এবং ল.সা.গু অসমান
(d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান

উত্তরঃ (d) গ.সা.গু সমান এবং ল.সা.গু সমান

 

2. বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও:

উত্তরঃ

(i) একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে  (b) 1,2
(ii) একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে (a) 1,1
(iii) বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে (d) 12,6
(iv) বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তলসংখ্যা যথাক্রমে (c) 8,5

 

3. 1) নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও ( যে কোনো 2 টি )

উত্তরঃ

A. সমরেখ চিত্র (b)
B. অসমরেখ চিত্র (a)
C. সমবিন্দু চিত্র (c)

 

(ii) A হাতের কাজে 50 এর মধ্যে 20 নম্বর পেয়েছে কিন্তু B 25 এর মধ্যে 10 নম্বর পেয়েছে । কে বেশী নম্বর পেয়ছে শতকরার সাহায্যে নির্ণয় কর।
সমাধানঃ

A পেয়েছে `\frac{20}{50}` অংশ = `\frac{20\times 100}{50}`% = 40%
B পেয়েছে `\frac{10}{25}` অংশ = `\frac{10\times 100}{25}`% = 40%

উত্তরঃ A ও B উভয় সমান পেয়েছে।

(iii) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির 1টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখ।

সমাধানঃ
(14.4 ÷ 3 ) সেমি = 4.8 সেমি

 

4. (i) সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় কর। (+7) – ( -5)

সমাধানঃ (+7) – ( -5) = (+7) + ( +5) = +12

 

 

(ii) সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন কর ।

গান গাইতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে আঁকতে ভালোবাসে
সুজাতার বন্ধুর সংখ্যা 4 5 7

 

উত্তরঃ

Class 6 Math Model Activity Task Part 6 ( September, 2021)

 

এছাড়া দেখে নাও:

Class 6 Health & Physical Education Part 6 Model Task(September)

Class 6 History Part 6 Model Activity Task (September, 2021)

Class 6 Science Model Activity Task III (September) Part 6 Solution

Class 6 Model Activity Task III (September) Part 6 Question & Answers

1 thought on “Class 6 Math Model Activity Task Part 6 ( September, 2021)”

  1. মানস হালদার

    প্রথম প্রশ্নটায় শতকরা আছে সেক্ষত্রে কি ২৫% হবে না শুধু ২৫ উত্তর হবে?

Leave a Comment

Your email address will not be published.

x