Class 6 History Part 1 Model Activity Task 2021 Answers | ষষ্ঠ শ্রেণির ইতিহাস Part 1 মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর |
Class 6 History Part 1 Model Activity Task 2021 Answers:
১ ) আদিম মানুষের হাতিয়ার বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও ( ৫০ থেকে ৬০ টি শব্দে )
উত্তর: আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের তিনটি ধারা দেখা গেছে –
i ) পুরানো পাথরের যুগ :
পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি ধীরে ধীরে বদলে যাচ্ছিলো। হাতিয়ার গুলো আস্তে আস্তে হালকা , ছোটো ও ধারালো হচ্ছিলো। একটা বড়ো পা
থরের গায়ে আঘাত করে তার কোনাচে অংশগুলো বার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরানো পাথরের যুগের মাঝের দিকে ছুরি জাতীয় হাতিয়ার ব্যবহার করা হতো।
ii) মাঝের পাথরের যুগ :
এই যুগে চুড়িগুলি অনেক বেশি ধারালো ও ছোটো হয়ে গেলো। এ যুগে ছোট হাতিয়ার গুলো গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো।
iii) নতুন পাথরের যুগ :
এই যুগে পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকমের পাথরের হাতিয়ার বানানোর পাশাপাশি ছোটো পাথরের হাতিয়ার তৈরী করা শুরু হয়।
২.ধাতু,চাকা,আগুন – এই তিনটি মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো ? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও )
উত্তরঃ ধাতু , আগুন , চাকা – এই তিনটি আবিষ্কারের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় আবিষ্কার “আগুন ” বলে আমি মনে করি।
কারণ : আগুনের ব্যবহারের ফলে প্রচন্ড শীতের হাত থেকে মানুষ বাঁচে। বিভিন্ন জীবজন্তুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আগুনের ব্যবহার করতো। তাছাড়া আগুনের ব্যবহারের ফলে মানুষের খাদ্যাভ্যাস বদলে গেল। তারা কাঁচা মাংসের বদলে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। তাতে তাদের চোয়ালের জোর কম লাগতো। তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো , সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। শরীরের জোর বাড়লো , বুদ্ধির বিকাশ হলো।
৩.মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো – সেখানে গিয়ে তুমি কি কি দেখবে তার একটি চার্ট বানাও ।
উত্তরঃ হরপ্পা শহরে গেলে আমি কি কি দেখব তার একটি চার্ট বানালামঃ
i ) সিটাডেল ,
ii ) শস্য ভান্ডার ,
iii ) শৌচাগার ও স্নানাগার ,
iv ) চওড়া পাকা রাস্তা ,
v ) সিলমোহর ,
vi) হরপ্পার গয়না ,
vii) মাটির পাত্র,
viii) বাটখারা ,
ix) ব্রোঞ্জের নারী মূর্তি ইত্যাদি।
৪. নিচের কোন কোন কারণগুলি নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল ?(টিক চিহ্ন দাও) –
উত্তরঃ খ)সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল।
গ)সিন্ধু নদী দিয়ে বানিজ্য হতো।
এছাড়া দেখুন:
Model Activity Task Class 6 Poribesh O Biggan(পরিবেশ ও বিজ্ঞান) Part 1
Class 6 Model Activity Task Bengali Part -1
Class 6 Model Activity Task 2021 Mathematics Part 1 Answers
Class 6 Math( ষষ্ঠ শ্রেণির গণিত) Model Activity Part 2 Answers
Class 6 Model Activity Task 2021 English Part 1 Answers
Class 6 English Model Activity Task Part 2 Questions & Answers
Class 6 Model Activity Task 2021 All Part PDF Download
Very very nice answer
“Very very nice post
Hi dada/didi amar question answer gulo khub khuo
bhlo.Dada/didi apnara sod sud er model question
gulo taratari sudmit koron
ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো