Class 6 Geography Part 5 Model Activity Task(August-II) | model activity task class 6 geography part 5
Class 6 Geography Part 5 Model Activity Task(August-II):
মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট
শ্রেণি: ষষ্ঠ
ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকূলকে রক্ষাকারী ওজোন স্তর আছে ––
উত্তর: খ) স্ট্রাটোস্ফিয়ারে
১.২ আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো-
উত্তর: গ) মস
১.৩ ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম বৈশিষ্ট্য হলো-
উত্তর: গ) মাটির জলধারণ ক্ষমতা কম
২. শুন্যস্থান পূরণ করো:
২.১ সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ________________ প্রকৃতির হয়।
উত্তর: সমভাবাপন্ন
২.২ নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে _ উদ্ভিদ বলে।
উত্তর: পর্ণমোচী
২.৩ সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা _ পাখি নামে পরিচিত।
উত্তর: পরিযায়ী
৩.১ বারিমন্ডল কীভাবে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ সৃষ্টির প্রথম দিকে পৃথিবী ছিল গরম উত্তপ্ত অগ্নিপিণ্ড। তারপর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প গুলাে ধীরে ধীরে নিজেদের মধ্যে মিশে মিশে বৃষ্টির আকারে পড়তে থাকে এই বৃষ্টির জল পৃথিবীর নিচু জায়গা গুলাে ভরাট করতে থাকে। আর সেই জায়গাগুলােতে পরবর্তীকালে পুকুর ,হ্রদ, নদী,সাগর মহাসাগর তৈরি হয়। এভাবে বারিমন্ডল তৈরি হয়।
৩.২ ভারতে শীতকাল শুষ্ক হওয়ার কারণ ।
উত্তরঃ ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ তাই ভারতীয় জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়। যখন উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিমালয়ের উপর দিয়ে ভারতে প্রবেশ করে তখন সেই বায়ুতে কোন প্রকার জলীয়বাষ্প থাকে না। তাই এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। এই কারণে ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির।
৪. প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
উত্তরঃ আবহাওয়ার সঙ্গে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের গভীর সম্পর্ক রয়েছে। যেখানে বায়ুর চাপ বেশি সেখানে উচ্চ চাপ সৃষ্টি হয় আর যেখানে বায়ুর চাপ কম সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। সাধারণত কোন অঞ্চলে বায়ুর চাপ কমে গেলে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তীব্রগতিতে ওই নিম্নচাপ অঞ্চলে পৌঁছায় এবং তার সঙ্গে ভীষণ ঝড় বৃষ্টি হয়। আর উচ্চচাপ অঞ্চলে বায়ুমণ্ডল শান্ত প্রকৃতির হয়।
Check Also:
CLASS VI Bengali(Group-A) / BENGALI (2ND SERIES) 2021 August Model Task Part 5
2021 Activity Task II (August) Class 6 English Part 5 Answers
Class 6 Model Activity Task 2021(August- II) All Subject Part 5 pdf
2021 Activity Task II (August) Class 6 English Part 5 Answers
Class 6
All subject
English version