Class 5th Level Math Solution in Bengali | L.C.M & H.C.F
১। গ.সা.গু. কথাটির পূর্ণরূপ লেখাে।
উত্তর : গ.সা.গু.-র পূর্ণরূপ হল—গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
২। ল.সা.গু. কথাটির পূর্ণরূপ লেখাে।
উত্তর : ল.সা.গু.-র পূর্ণরূপ হল—লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৩। ৪, ৮, ১২ এর ল.সা.গু. কত?
উঃ ২৪
৪। দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু. কত?
উত্তর : ১।
৫। দুটি মৌলিক সংখ্যার ল.সা.গু. কত?
উত্তর : সংখ্যাদুটির গুণফল।
৬। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. কত?
উত্তরঃ ১
৭। দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু. কত?
উত্তর : সংখ্যা দুটির গুণফল।
৮। দুটি সংখ্যার গ.সা.গু. ৫ ও ল.সা.গু. ৬০। একটি সংখ্যা ১৫ হলে অন্য সংখ্যাটি কত?
উত্তর : ২০
আমাদের সাইটে গণিতের অসংখ্য PDF বই দেওয়া আছে। গণিতে এক্সপার্ট হওয়ার জন্য নিচে দেওয়া এই বইগুলি অবশ্যই ডাউনলোড করে রাখুনঃ
গণিতের সকল সূত্র PDF | পাটিগণিতের সুত্র | বীজগণিতের সুত্র | পরিমিতির সূত্র (Math Formulas Bengali)
বর্গ নির্ণয় করার সূত্র। ঘন নির্ণয়ের সূত্র PDF
অঙ্ক ভাইয়া- Anko Vaiya by Chamok Hasan PDF Download
৫০৫ গাণিতিক ক্যুইজ- 505 Ganitik Quiz- 505 Math Quiz Bengali
গণিতের মজার দুনিয়া |কম্বিনেটরিক্স | দীপু সরকার ও রাফে জায়েদ
Gonitangko by Shahriar Kabir | গণিতাঙ্ক- গণিত শেখার বই pdf
এছাড়া দেখুনঃ
মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে?
জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা কাকে বলে?
অংকে অংকে আই কিউ PDF Download(IQ Math Bengali PDF)
অংকের ধাঁধা(Anker Dhadha) PDF Download-