Class 5 Science( আমাদের পরিবেশ) Model Activity Task part 6 (September- 2021):
Class 5 Science( আমাদের পরিবেশ) Model Activity Task part 6 প্রশ্নপত্রঃ
১. ঠিক উত্তরটি নির্বাচন কর :
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয় –
ক) রাঢ় অঞ্চলে
খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
১.২. যেটি সমুদ্রের মাছ সেটি হলো –
ক) পার্শ্বে
খ) ট্যাংরা
গ) রুই
ঘ) সার্ডিন
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রুপে সেটি হলো –
ক) শিক্ষক দিবস
খ) পরিবেশ দিবস
গ) শিশু দিবস
ঘ) সাধারণতন্ত্র দিবস
২. শূন্যস্থান পূরণ করো :
২.১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ____।
২.২. বিপ্লবী সূর্য সেন নামে ________ পরিচিত ছিলেন।
২.৩. একটি নিত্যবহ নদীর নাম হলো ______।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
Class 5 Science( আমাদের পরিবেশ) Model Activity Task part 6 উত্তরপত্রঃ
১/ ১) গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
২) ঘ) সারডিন
৩) ক) শিক্ষক দিবস
২/ ১) বাংলাদেশ
২) মাস্টারদা
৩) গঙ্গা নদী
৩/ ১) সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো-
- এই অঞ্চলের মাটি লবণাক্ত ও কাদা প্রকৃতির।
- এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে।
- লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে আমরা যে ব্যবস্থাগুলি নিতে পারি সেগুলি হল-
- বর্জ্য পদার্থ বা আবর্জনা খাল ও নদীতে ফেলা যাবে না।
- লুপ্তপ্রায় মাছ গুলি কে চিহ্নিত করে সেগুলিকে জেলেদের না ধরার নির্দেশ দিতে হবে।
- লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে হবে।
৪/১) আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস 26 শে জানুয়ারি পালন করি। তার কারণ 1950 সালের 26 শে জানুয়ারি পুরনো 1935 সালের ভারত সরকার আইন এর পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতিবছর আমরা 26 শে জানুয়ারি কে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি।
এছাড়াও দদেখে নাওঃ
Class 5 Bengali Model Task Part 6 (September, 2021)
Class 5 English Model Task III Part 6 September 2021(Solution)
Class 6 Health & Physical Education Part 5 Model Task(August)
Thanks. It’s help me to solve my work sheet without any home tutor
We are very glad to know that you are getting help from our work
Thanks 👍