Class 5 Model Activity Task স্বাস্থ্য ও শারীরশিক্ষা- পঞ্চম শ্রেণি- Part 7

Class 5 Model Activity Task স্বাস্থ্য ও শারীরশিক্ষা- পঞ্চম শ্রেণি- Part 7:

Class 5 Model Activity Task স্বাস্থ্য ও শারীরশিক্ষা- পঞ্চম শ্রেণি- Part 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পঞ্চম শ্রেণি

 

১। শূণ্যস্থান পূরন করো :

(ক) আগুন

যে কোনো স্থানেই আগুন লাগলে

______ সৃষ্টি করে,

দাউ দাউ জ্বলে আগুনের শিখা

থাকা যায় না তো ঘরে।

উত্তরঃ

 

(খ) আগুন

অযথা দৌড়াদৌড়ি না করে

নেমে এসো রাস্তায়,

নিকটবর্তী ______ যেন

খবর পৌঁছে যায়।

উত্তরঃ

 

(গ) আগুন

______ গন্ধ যদি নাকে আসে

হতে হবে সাবধান,

দ্রুততার সাথে বন্ধ করবে

গ্যাসের তো নবখান।

উত্তরঃ

 

(ঘ) আগুন

শাড়ি ______ খাবার নামালে

বিপদ হতেই পারে,

সাঁড়াশিটা কাছে রাখতেই হবে

ঠিকমতো ব্যবহারে।

উত্তরঃ

 

(ঙ) আগুন

গ্যাসের গন্ধ পেলেই দরজা

______ দাও খুলে,

জ্বলন্ত স্টোভে কেরোসিন যেন

ঢালবে না কেউ ভুলে।

উত্তরঃ

 

(চ) আগুন

হুকিং করাটা বড়ো _______

তেমনি ভয়ঙ্কর,

অসাবধানেতে আগুন লাগলে

পুড়ে যাবে বাড়িঘর।

উত্তরঃ

 

২। নীচের ছবি শনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো।

উত্তরঃ

 

উত্তরমালা:

 

১) ক) ভীতির
খ)দমকলে
গ)গ্যাসের
ঘ)আঁচলে
ঙ)জানলাটা
চ)অপরাধ

 

২)ক) i) গ্যাসের গন্ধ নাকে এলে আমাদের নাকে রুমাল বা কাপড় ব্যবহার করা উচিত।
ii) গ্যাসের নবটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে।
iii) তবুও গ্যাস বের হওয়া বন্ধ না হলে নিকটে অবস্থিত দমকলে খবর নিতে হবে।

খ) i) স্টোভ জ্বলা অবস্থায় কেরোসিন তেল ঢালা উচিত নয়।
ii) জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢাললে শরীরে ঘরে আগুন লেগে যেতে পারে।
iii) তাই স্টোভ বন্ধ অবস্থায় কেরোসিন তেল ঢালতে হবে।

গ) i) ঘরের মধ্যে যদি মোমবাতি বা কুপি বাতি লাগানো থাকে তাহলে আমাদের সাবধান থাকতে হবে।
ii) ঘরের দরজা-জানালা বন্ধ করে মোমবাতি জালালো ঘরের কার্বন মনোক্সাইড গ্যাসে ভর্তি হয়।
iii) কার্বন মনো অক্সাইড গ্যাসের কারণে থাকা মানুষের প্রাণ ও যেতে পারে।

 

এছাড়া দেখে নাওঃ

Class 5 All Subject Answer PDF Part 7 Model Activity Task {October}

অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে ক্লিক করুন
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য
এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published.

x