Class 5 Model Activity Task Bengali(1st Language) Part 2 Answer: পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 / বিষয় : বাংলা/ পার্ট: 2
১ ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
১.১ ) ” কি আছে মোর তল্পিটাই / দেখবি যদি জলদি আয় ” – গল্পবুড়োর তল্পিতে কি কি দেখতে পাওয়া যাবে ?
Ans: গল্পবুড়োর তল্পিতে বা ঝোলাতে অনেক আজগুবি গল্প রয়েছে। দত্যি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর , পক্ষীরাজ ইত্যাদি যেমন আছে, তেমন ঝলমলে সোনার কাঠি , ময়নামতি নদী , তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি সব আজগুবি গল্প।
১.২ ) ‘ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল ‘ – ‘ বুনোহাঁস গল্প ‘ অনুসারে শীতকালটির বর্ণনা দাও।
Ans: লীলা মজুমদারের বুনো হাঁস গল্পটিতে দেখা যায় শীতের শুরুতে একদল বুনোহাঁস উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে চলছিল, নেমেছিল তাদের মধ্যে একটি হাঁস জখম হয়ে লাডাকে জওয়ানদের ঘাঁটিতে পড়েছিল । তাকে দেখে অন্যটি হাঁসও নেমেছিল। হাঁস দুটি জওয়ানদের মুরগি রাখার জায়গাতেই থাকলো এবং তাদের ফেলে রাখা খাবার খেতে লাগলো। হাঁস দুটো ইচ্ছে করলেই জওয়ানদের ছেড়ে উড়ে যেতে পারত। কিন্তু শীতকালটা সেখান থেকে গেল। কারণ প্রথম হাঁসটা একটু অসুস্থ ও দুর্বল ছিল ফলে উড়তে গিয়েও উড়তে পারল না। জওয়ানরা তাদের নিয়ে সময় কাটাতো। এইভাবে সারা শীতকালটা দেখতে দেখতে কেটে গেল।
১.৩ ) ‘ শুনেই হাবু বেজায় কাবু ‘ – কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পরলো ?
Ans: একদিন ভোরে হাবু কাঁপতে কাঁপতে থানার বড় বাবুর কাছে তার দাদাদের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছিল। তার বড়দাদা ছোট-বড় সাতটা বেড়াল পোষেন, আবার মেজো দাদা আটটা কুকুর পোষেন। একই ঘরের মধ্যে তাদের উৎপাতে ও গন্ধে হাবুর ঘুম আসেনা । এছাড়া হাবুর সেজ দাদার দশটা ছাগল ওই ঘরের মধ্যেই থাকে। সেই ছাগলের গন্ধে হাবু কেঁদে মরে। দারোগাবাবু হাবুকে উপদেশ দিয়ে বললেন, ঘরের জানলা-দরজা গুলো খুলে রেখে তারা থাকতে পারে । তাতে ঘরের গন্ধটা বেরিয়ে যাবে । দারোগাবাবুর এই কথা শুনে হব কাবু হয়ে পড়েন, কারণ ওই ঘরের মধ্যে তারও দেড়শো পায়রা রয়েছে । ঘরের জানলা-দরজা খোলা থাকলে তার পোষা পায়রা গুলো উড়ে যাবে।
১.৪ ) ‘ ঝড় বাদলের রাতে সব শোনা যায় ‘ – কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস ?
Ans: ভজনভুক্তা এতোয়াকে গল্প শোনায়। তাঁর গল্পে শূরবীর নামে এক আদিবাসী রাজা ছিল। এই রাজার রাজ্যপাট যখন বাইরের মানুষ এসে কেড়ে নিয়েছিল তখন তামার ঘন্টা আর তীর-ধনুক নিয়ে সে ডুলুং নদীতে ঝাঁপ দিয়েছিল। যদি কেউ ভক্তিভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে হাতির পিঠে চেপে জল থেকে উঠে আসবে । বাঘের মত গর্জনে আকাশটা কাঁপিয়ে রাজা বলে আমার রাজ্য আমার হবে।ঝড় বাদলের রাতে এসব ঢং ঢং আওয়াজ ও গর্জন শোনা যায়।
১.৫ ) ‘ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ‘ – তার পরবর্তী পরিস্থিতির কথা ‘ পাখির কাছে ফুলের কাছে ‘ কবিতা অনুসরণে লেখো।
Ans; পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি দেখলেন রাতের আকাশে ঠাণ্ডা ও গোলগাল ডাবের মত চাঁদ উঠেছে নারকোলের লম্বা মাথায় দরজার ছিটকিনিটা আস্তে খুলে কবি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মনে হচ্ছিল ঝিমধরা এই মস্ত শহর থরথর করে কাঁপছিল আর মিনারটাকে দেখে মনে হচ্ছিল যেন কোন মানুষ দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাটা যেন লাল পাথরের ঢেউ। লালদিঘির পাড়ে কবি দেখলেন জোনাকিরা সব সভা করছে । কবিকে দেখে কলকলিয়ে লাল দীঘির কালো জল যেন বলছে এসব জোনাকি ঘুমায় না । কবি তার পকেট থেকে পদ্য লেখার খাতাটা বের করে নিজের মনের কথা খুলে বলেন পাখির কাছে, ফুলের কাছে।
১.৬ ) ‘ খাব না তো আমি ‘ – কথাটির ‘ বিমলার অভিমান ‘ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে ?
Ans: নবকৃষ্ণ নবকৃষ্ণ ভট্টাচার্য এর ”বিমলার অভিমান” কবিতায় ছোট্ট বিমাল অভিমান করে ‘খাব না তো আমি’ কথাটি চারবার ব্যবহার করেছে।
এই কথাটি বলার পেছনে কতকগুলি কারন আছে। তার মা তাকে সর্বদাই ফরমাশ খাটায় কাজের বেলায় বিমালা , কিন্তু খাবারের বেলায় নেই। ভাল-মন্দ খাবার সকলে বেশি বেশি পায় । বিমলার বেলায় কম।তার দাদা ও ভাইদের বেশি ক্ষীর দেওয়া হয়। অথচবাগানে ছাগল ঢুকে নটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে । দাদা খেতে বসলে নুন আনতে বলে, এইরকম হাজার ফরমাশ মা সর্বদাই করে থাকে। সে কারণেই বিমলা অভিমান করে খেতে চাইছে না।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১. ঠিক উত্তরটি হল উৎ + মেষ = উন্মেষ / পদ+ ধতি = পদ্ধতি / রাজ + নী = রাঙগি / ষষ + ঠ = ষষ্ঠ।
উত্তর :- উৎ + মেষ = উন্মেষ এবং রাজ + নী = রাঙগি ।
২.২. গাঢ় নীল আকাশ মাথার উপর। নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া | নাম বিশেষণ / বিশেষণের বিশেষণ / ক্রিয়া বিশেষণ।
উত্তর :- বিশেষণের বিশেষণ ।
২.৩. সন্ধি বিচ্ছেদ করাে – পরিষ্কার।
উত্তর :- পরি:+কার ।
এছাড়া দেখুনঃ
Class V Bengali Model Activity Task 2021 Part 1 Answers
Class 5 Model Activity Task 2021 English(2nd Language) Part 2 Answers
WB Class V Model Activity Task 2021 Part 1 Answers
Class 5 Model Activity Task PDF Download 2021
এছাড়া সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ উত্তর পাওয়ার জন্য এখানে ক্লিক করুন