Class 5 Math Model Activity Task part 6- পঞ্চম শ্রেণীর গণিত
পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর ২০২১ প্রশ্ন ও উত্তরঃ
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : ১ × ৪ = ৪
(ক) `\frac {১}{২}+\frac {১}{৩}`, যোগফলের লব হলো,
উত্তর:(c) ৫
(খ) ` ৩+\frac {১}{৭} ` – এর সমান মিশ্র ভগ্নাংশ হলো,
উত্তর: (b) দশমিক শূন্য পাঁচ
(গ) সমান ১০০ ভাগের ৫ ভাগ =
উত্তর: (b) দশমিক শূন্য পাঁচ
(ঘ) চিত্রটিতে আছে,
উত্তর: (b) দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু
২. সত্য/মিথ্যা লেখো (T/F): ১ × ৪ = ৪:
(ক) ৬১৫৬১৫ এর লঘিষ্ঠ আকার হলো ৩৫৩৫
উত্তর: মিথ্যা
(খ) একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য = বর্গাকার চিত্রের পরিসীমা / ৪
উত্তর: সত্য
(গ) ১০০ টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে ৯ টি।
উত্তর: মিথ্যা
(ঘ) ১০ ÷ ৫ = ৫ ÷ ১০
উত্তর: মিথ্যা
৩. স্তম্ভ মেলাও (যে কোনো ৩ টি): ৩
উত্তর:
ক | খ |
সরলরেখা | প্রান্তিবিন্দু নেই |
সরলরেখাংশ | দুটি প্রান্তবিন্দু আছে |
রশ্মি | একটি প্রান্তবিন্দু আছে |
সমবিন্দু সরলরেখা | একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী |
৪.(ক) তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছে, কন্ডাক্টরকে ২০ টাকা দিলে । তিনি তোমাকে ১৫.৫০ টাকা ফেরত দিলেন। কনডাক্টর কত টাকা দিলেন।
উত্তর:
তুমি কনডাক্টরকে ২০.০০ টাকা দিলে
− তিনি তোমাকে ১৫.৫০ টাকা দিলেন
______________________________
∴ কনডাক্টর নিলেন ৪.৫০ টাকা
(খ) আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। চারিদিকে পাঁচিল দিতে হবে। পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো ।
উত্তর: আয়তকার মাঠের পরিসীমা =২ × (দৈর্ঘ্য+প্রস্থ)
=২ × (৫০ +৩০) মিটার
=২ × ৮০ মিটার
= ১৬০ মিটার
∴ পাঁচিলের দৈর্ঘ্য ১৬০ মিটার (উত্তর)
(গ) সরল করো : [ { ৫০ − ( ২ + ৩ ) } + ১৫ ] ÷ ১২
উত্তর: [ { ৫০ − ( ২ + ৩ ) } + ১৫ ] ÷ ১২
= [ { ৫০ − ৫ } + ১৫ ] ÷ ১২
= [ ৪৫ + ১৫ ] ÷ ১২
= ৬০ ÷ ১২
= ৫
∴ নির্ণেয় সরলফল = ৫ (উত্তর)
এছাড়াও দেখে নাওঃ
Class 5 Health & Physical Education(স্বাস্থ্য ও শারীর শিক্ষা) Part 6 September, 2021
Class 5 Science( আমাদের পরিবেশ) Model Activity Task part 6 (September- 2021)
Class 5 Bengali Model Task Part 6 (September, 2021)
Class 5 English Model Task III Part 6 September 2021(Solution)