Class 5 Math Model Activity Task 2022(January) Solution:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
গণিত
পূর্ণমান-১৫
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :১x৩=৩
(ক) ৩১৮ সংখ্যাটিতে
(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ
(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি
(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ
(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
Ans: (d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
(খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান-
(a) ০
(b) ১০
(c) ১০০
(d) ১০০০
Ans: (a) ০
(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবাে
(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড
(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
Ans: (d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
২. সত্য/মিথ্যা লেখাে :১x৩=৩
(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট।
Ans: মিথ্যা
(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।
Ans: মিথ্যা
(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য।
Ans: মিথ্যা
৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) :১x৩=৩
Ans: (ক)→ (d) ৬টি সমতল
(খ)→(c) ১ টি সমতল ও একটি বক্রতল
(গ)→(b) ১ টি বক্রতল
(ঘ) → (a) ২টি সমতল ও ১টি বক্রতল।
৪. (ক)
চিত্রে ২টি বৃত্তের মধ্যে ৬ ও ৪-এর গুণনীয়কগুলি বসাও এবং ২টি বৃত্তের সাধারণ জায়গাটিতে ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও।
Ans: ৬ এর গুণনীয়কগুলি= ১, ২, ৩, ৬
৪-এর গুণনীয়কগুলি= ১, ২, ৪
সুতরাং, ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি= ১, ২ ।
(খ) একজন কৃষক তার মােট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মােট কত অংশ ব্যবহার করেছেন।
Ans: ধান ও পাটের জন্য মােট লাগিয়েছেন ( `\frac{২}{৫}+\frac{৭}{১৫}`)
= ( `\frac{৬+৭}{১৫}` )
= `\frac{১৩}{১৫}` অংশ।
∴ ধান ও পাটের জন্য তিনি মােট জমির `\frac{১৩}{১৫}` অংশ ব্যবহার করেছেন।
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |
Check Also:
Class 5 English Model Activity Task 2022 (January) Solution