Class 5 Bengali Model Task Part 2 (February 2022) Question:
Class 5 Bengali Model Task Part 2 (February 2022) Answer:
১/ ১.১খ) ভারতের লাডাক
১.২খ) জোয়ানদের
১.৩খ) মাংস
২/ ২.১) বুনোহাঁস গল্পে লেখিকা লীলা মজুমদার বলেছেন যে, আকাশের দিকে তাকালে দেখা যাবে দলে দলে বুনোহাঁস তীরের ফলার মতো উত্তর দিকে উড়ে যাচ্ছে।
২.২) লেখিকা লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে বরফ পড়তে শুরু হলে আহত হাঁসটিকে জোয়ানরা তাদের তাঁবুতে নিয়ে আসে।
২.৩) লেখিকা লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে একদিন সকালবেলা জোয়ানরা তাদের কাজ শেষ করে এসে দেখল যে বুনোহাঁস দুটি উড়ে চলে গেছে।
৩/ ৩.১) লেখিকা লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে একটি বুনোহাঁস একদিন অসুস্থ অবস্থায় লাডাকে জোয়ানদের ঘাটিতে নেমে পড়ে। সেই অসুস্থ বুনোহাঁসটির সঙ্গে আরেকটি বুনোহাঁস নেমে পড়ে। তারপর বরফ পড়া শুরু হলে জোয়ানরা সেই অসুস্থ বুনোহাঁসটিকে তাঁবুতে নিয়ে গিয়ে তার যত্ন নেওয়া শুরু করে। তারপর থেকেই বুনোহাঁস দুটি জোয়ানদের মুরগি রাখার জায়গায় রেখে দেয় জোয়ানরা।
৩.২) লেখিকা লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে একটি জখম হওয়া বুনোহাঁস লাডাকে জোয়ানদের ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল এবং তার সঙ্গে আরও একটি বুনোহাঁস নেমে পড়েছিল। জোয়ানরা সেই বুনোহাঁস দুটিকে টিনের মাছ, তরকারি, ভাত, ভুট্টা, ফলের কুচি ইত্যাদি খেতে দিত। সেই বুনোহাঁস দুটির দেখাশোনা করার কাজটি ছিল জোয়ানদের কাছে আনন্দের।
৩.৩) বুনোহাঁস গল্পে লেখিকা লীলা মজুমদার দেখাতে চেয়েছেন যে, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। একটি বুনোহাঁস ডানা ভেঙে নিচে নেমে পড়লে তার সঙ্গে তাঁর সঙ্গী বুনোহাঁসটিও নিচে নেমে পড়ে। ইচ্ছে করলেই সেই বুনোহাঁসটি উড়ে যেতে পারত। কিন্তু সে বন্ধুর জন্য নিচে নেমে আসে। তারপর সেই আহত হাঁসটি একটু সুস্থ হলে তারা উড়ে যায়।
৪/ লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে শীত কাটার পর নীচের পাহাড়ের বরফ গলে গেল। বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়ল। ন্যাড়া গাছে আবার পাতা ও ফুলের কুঁড়ি গজিয়ে উঠল। আর যেসব পাখিরা শীতের সময় দক্ষিণে গেছিল তারা আবার উত্তর দিকে ফিরতে লাগল। শীতের শেষে প্রকৃতিতে এই পরিবর্তনগুলো লক্ষ করা গিয়েছিল।
2022(February) Class 5 English Part 2 Model Activity Task