Class 5 Amader Poribesh(আমাদের পরিবেশ) Model Activity Task Part 7 October, Model activity task class 5 bengali october. West Bengali Board of Secondary Education Class V Home Task- Model Activity Task 2021 Month October, 2021 Question & Answer:
Class 5 Amader Poribesh(আমাদের পরিবেশ) Model Activity Task Part 7 October
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণী
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ = ৩
১.১ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন –
ক) বাঘা যতীন খ) সূর্য সেন গ) ভগৎ সিং ঘ) নেতাজি সুভাষচন্দ্র
উত্তর: ঘ) নেতাজি সুভাষচন্দ্র
১.২ মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো –
ক) জাল খ) পোলো গ) ছিপ ঘ) ঘুনি
উত্তর: গ) ছিপ
১.৩ রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো –
ক) চা খ) তুঁত গ) আনারস ঘ) পাট
উত্তর: খ) তুঁত
২. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে X চিহ্ন দাও : ১ × ৩ = ৩
২.১ সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করা করত ।
উত্তর: ✓
২.২ বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন ।
উত্তর: ✓
২.৩ ন্যাদোশ একটি সহজলভ্য নদীর মাছ ।
উত্তর: ✖
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৩ = ৬
৩.১ পচিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ করা হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় চা চাষ হয়। দার্জিলিং এর চা জগৎবিখ্যাত।
৩.২ হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ লেখো ।
উত্তর: হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ হল- ধান কাটা এবং খড় থেকে ধান আলাদা করা।
৩.৩ গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো ।
উত্তর: গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো – ধান ও আলু।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও: ৩ × ১ = ৩
৪.১ বীরসা মুন্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন ?
উত্তর: বিরসা মুন্ডা, সিধু ও কানু এরা সবাই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা অন্যায় ভাবে চাষের জমি কেড়ে নিতো এবং রেশম চাষ করতে বাধ্য করত। কিন্তু ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে এইসব ব্যক্তিবর্গরা আমাদের দেশের মঙ্গলের জন্য ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল। তাই আমরা সকলেই তাদের শ্রদ্ধা করি।
Check Also:
Class 5 math Model Activity Task (October) Part 7
Class 5 English Model Activity Task (October) Part 7
Class 5 All Subject Questions(PDF) & Answers Model Activity Task Part 6
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |
Nice