Class 4 Model Activity Task Bengali Part 2 Answers
Class 4 Model Activity Task Answer Bengali Part 2, Class 4 Model Activity Task Bengali Part 2 Question & Answer, Model Activity Task Bengali Part 2 Class IV, মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী বিষয় বাংলা।
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ সন্দেহ নাই মাত্র _ কোন্ বিষয়ে কবির কোনো সন্দেহ নেই?
উঃ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু সমগ্র বিশ্বব্রহ্মান্ডকে বিশাল পাঠশালা বলেছেন। দিনরাত আমরা পরিবেশ থেকে নানাভাবে নানা জিনিস শিখছি। পাঠ্য বইয়ের পাতায় পাতায় আমরা কৌতূহলবশে যা শিখছি তা অতি সামান্যই। কিন্তু পৃথিবীর বিরাট খাতায় যে অগণিত পাতা আছে তা থেকে শিখতে হবে আমাদের সারাজীবন ধরেই, এবিষয়ে কবির কোন সন্দেহ নেই।
১.২ ‘নরহরি দাস’ গল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানাকে তোমার কেমন লেগেছে?
উঃ ‘নরহরি দাস’ গল্পে বাঘ ও শিয়ালকে বাঘ আর শেয়ালকে একদম ভালো লাগেনি। যদিও প্রাণীসমূহের মধ্যে বাঘ সবচেয়ে শক্তিশালী প্রাণী এবং শেয়াল সবচেয়ে চালাক প্রাণী, তবুও শক্তির বিচারে দূর্বল ছাগলের কাছে একেবারেই বোকা।নরহরি দাস রুপী ছাগলছানার ছলনাময় কথা শুনে প্রাণের ভয়ে তক্ষুনি পঁচিশ হাত এক লাফ দিয়ে বাঘ তার বাসায় ফিরে আসা এবং গর্তের ভিতর লুকিয়ে থাকা কালো ছাগলছানাকে দেখে শেয়ালের রাক্ষস টাক্ষস মনে করা বাঘ ও শিয়ালের কাছে একটা হাস্যকর ও লজ্জাজনক ঘটনা।
অন্যদিকে উপস্থিত বুদ্ধি দিয়ে ছাগলছানার আত্মরক্ষার ঘটনা সত্যিই খুব প্রশংসার যোগ্য।
১.৩ স্কুলের হলঘরে তাবু খাটানোর দু-দিন পরে ঘটনাটা ঘটেছিল।” _ কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উঃ উক্তিটি তেৎসুকো কুরােয়ানাগি লেখকের ‘তােত্তো-চানের অ্যাডভেঞ্চার’ গল্প থেকে নেওয়া। ঘটনাটি হল তোত্তো-চান ইয়াসুকি চানকে ওর গাছে ওঠা নিমন্ত্রণ জানিয়ে ছিল,সেকথা দুজনের মা-বাবা কেউই জানতেন না।
১.৪ ‘আম বাগিচার তলায় যেন তারা হেসেছে’ _ একথা বলা হয়েছে কেন?
উঃ উক্তিটি গোলাম মােস্তফা এর লেখা ‘বনভোজন’ কবিতা থেকে নেওয়া। একথা বলার কারণ নুরু, পুশি, আয়েশা, শফি সবাই আম বাগিচার তলায় এসে শখের রান্না করছিল। এখানে ওই ছােট ছােট ছেলেমেয়েদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ।
১.৫ “বিচিত্র সাধ’ কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কীভাবে ধরা পড়েছে?
উঃ বিচিত্র সাধ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । এখানে কবি রাতে জানালা খুলে দেখছেন পাগড়ি পড়ে পাহারা ওয়ালা গলি দিয়ে লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত যখন দশ-এগারটা হয় তখন রাস্তার গলিতে কেউ থাকেনা। কবির ইচ্ছে হয় সেও যেন, পাহারা ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে।
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ শ,ষ,স – কে উম্মধ্বনি বলা হয় কেন?
শ,ষ,স – কে উষ্ম ধ্বনি বলা হয় কারণ এইসব ধ্বনি উচ্চারণের সময় শাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাঁধা পেয়ে শিস জাতীয় ধ্বনি তৈরি করে। উষ্ম ধ্বনি চারটি — শ, ষ, স, হ।
২.২ অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও।
উঃ ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব হল অল্পপ্রাণ ধ্বনি আর খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ড হল মহাপ্রাণ ধ্বনি।
২.৩ স্তম্ভ মেলাওঃ
ক | খ |
---|---|
ক- বর্গ | কন্ঠ |
চ – বর্গ | তালু |
ট- বর্গ | মূর্ধা |
ত- বর্গ | দন্ত |
প- বর্গ | ওষ্ঠ |
এছাড়া দেখুনঃ
Class 4 Model Activity Task Bengali Part 1 Question & Answer
Thanks