Class 4 Health & Physical Education(স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি) Part 6:
স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি প্রশ্নপত্র
মূল্যবোধের শিক্ষা ও যোগাসন
১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।
(ক) সাহসিকতা
সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে
গেলে __________ আসবেই আসবে।
(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিময়-নম্রতা
বিনয় ও নম্রতা শিশুকে _________করে তোলে।
(গ) উদ্যম ও পরিশ্রম
উদ্যম ও __________সাফল্যের জননী।
(ঘ) বিবেক
__________ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান।
(ঙ) সৎঅসঙ্গ অভিলাষী
সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে __________ হয়।
(চ) অনুসন্ধিৎসা
অনুসন্ধিসার মানসিকতা সাফল্যের মূল __________।
(ছ) সাফল্যের ত্যাগ
ত্যাগেই __________ ত্যাগে আছে অনন্দ।
(ঝ) দৃঢ়তা
যে-কোনো কাজ করার _________নিয়ে
এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।
(ঞ) ধৈর্য
ধৈর্যশীলরা কোথাও কোনোদিন __________ হয় না।
স্বাস্থ্য ও শারীর শিক্ষা চতুর্থ শ্রেণি উত্তরপত্র:
1/ক) সাফল্য
খ) মহান
গ) পরিশ্রম
ঘ) বিবেকবান
ঙ) সৎ মনোভাবপন্ন
চ) চাবিকাঠি
ছ) মহত্ব
জ) ভদ্রতা
ঝ) দূরতা
ঙ) পরাজিত
ট) মেলামেশা
ঠ) মানুষ
ড) নম্রতা
ট) শৃঙ্খলা পরায়ন
ণ) শিশু
ত) আত্মসংযম
2/ক) অর্ধচন্দ্রাসন
খ) উৎকটাসন
গ) পদ্মাসন