চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক: আমাদের পরিবেশ প্রশ্ন ও উত্তর Part 1
Class IV Model Activity Task Amader Poribesh Part 1 Question and Answers| Class 4 Model Activity Task Question and Answers | Environment Science Class IV Model Activity Task Answers in Bengali.
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে ?
উত্তর:- i) শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধা হয়,
ii) অল্প হাঁটাচলা করলেই হাঁপাতে থাকে,
iii) শ্বাসকষ্ট হয়,
iv) কোন শক্তির কাজ করতে পারে না ইত্যাদি।
২. বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় লেখাে।
উত্তর :- i) বন জঙ্গল কাটা যাবে না,
ii) চোরা শিকার বন্ধ করতে হবে,
iii) বিলুপ্ত প্রায় প্রাণী সম্পদ রক্ষা করতে হবে,
iv) কঠোর আইন করতে হবে।
৩. একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয় ?
৪. একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করাে তা লেখাে।
উত্তর :- একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে জলজ উদ্ভিদ ছোট ছোট পোকা মাকড় মাছ ইত্যাদির ক্ষতি হতে পারে জলের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে,এছাড়া বন্য প্রাণী ওই বিষাক্ত পুকুরের জল পান করে প্রাণ হারাতে পারে।