{{2022, January}}Class 4 All Subject Model Activity Task Answers: Here, we have prepared class 4 (IV) model activity task 2022, January questions answers. West Bengal Education Board has been published a new session (2022-2023) home task Model Activity Task for all the students of West Bengal Students. In the last year, students are made their lessons from home because of the Corona situation. At that time, all schools and colleges had been closed for the covid 19 situation. So, West Bengal Education Board had made the decision to take the Exam just sitting at home.
Students are looking for: model activity task class 4,model activity task class 4 2022,class 4 english model activity task january 2022,class 4 model activity task,class 4 bengali model activity task january 2022,2022 model activity task,model activity task 2022,class 4 model activity task january 2022,model activity task class 4 january 2022,activity task class 4,2022 january new model activity task,class 4 model activity task bengali,class 4 bangla model activity task, চতুর্থ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022#,চতুর্থ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022#,চতুর্থ শ্রেণি ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022#,চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022,মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ চতুর্থ শ্রেণি 2022#
Class 4 Bengali Model Activity Task 2022, January Part 1 Answers |
Class 4 English Model Activity Task 2022, January Part 1 Answers |
Class 4 Env. Science Model Activity Task 2022, January Part 1 Answers |
Class 4 Health & Physical Education Model Activity Task 2022, January Part 1 Answers |
Class 4 Mathematics Model Activity Task 2022, January Part 1 Answers |
Students just need to collect the Model Activity Task Question & answers from their school. All the question papers are also available from the Banglar Shiksha Portal Website: https://banglarshiksha.gov.in/

Class 4 All Subject Model Activity Task Answers {{2022, January}}:
Now, you are going to download the all subject Question solution from here:
Class 4 Health & Physical Education 2022 Activity Task January , Part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
( জানুয়ারি-২০২২)
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
চতুর্থ শ্রেণি
স্বাস্থ্য সচেতনতার অ, আ … ক, খ…
১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো :
(ক) অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,
অসুখকে তাই __________ চাই।
উত্তরঃ অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,
অসুখকে তাই এড়াতে চাই।
(খ) আমাশয় বা __________ রোগে,
ছেলেমেয়ে বড়োই ভোগে।
উত্তরঃ আমাশয় বা পেটের রোগে,
ছেলেমেয়ে বড়োই ভোগে।
(গ) ঈষৎ আলোয় পড়তেও নেই,
__________ ক্ষতি করতেও নেই।
উত্তরঃ ঈষৎ আলোয় পড়তেও নেই,
চোখের ক্ষতি করতেও নেই।
(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে,
পাতে কি __________ খাওয়া চলে?
উত্তরঃ উচ্চ রক্ত চাপের ফলে,
পাতে কি নুন খাওয়া চলে?
(ঙ) ঋতু-বদল খেয়াল রেখো,
__________ তখন থেকো।
উত্তরঃ ঋতু-বদল খেয়াল রেখো,
সাবধানে তখন থেকো।
(চ) __________ জিনিসটা কী,
নতুন করে বলব তাকি?
উত্তরঃ ও আর এস জিনিসটা কী,
নতুন করে বলব তাকি?
(ছ) ঔষদ যদি খেতেই চাও,
__________ আগে দেখাও।
উত্তরঃ ঔষদ যদি খেতেই চাও,
ডাক্তারকে আগে দেখাও।
(জ) ঘুমোতে ভাই যখনই যাও,
__________ টাঙিয়ে নাও।
উত্তরঃ ঘুমোতে ভাই যখনই যাও,
মশারিটা টাঙিয়ে নাও।
(ঝ) __________ দেওয়া সব খাবার কিনে,
মরতে কি চাও দিনে দিনে?
উত্তরঃ রঙ দেওয়া সব খাবার কিনে,
মরতে কি চাও দিনে দিনে?
(ঞ) চোখের রোগের ধরন নানা,
ছানি পড়া বা __________।
উত্তরঃ চোখের রোগের ধরন নানা,
ছানি পড়া বা রাতকানা।
(ট) ছাতু ছোলা যত খাবে,
__________ তো ততই পাবে।
উত্তরঃ ছাতু ছোলা যত খাবে,
প্রোটিনও তো ততই পাবে।
(ঠ) জিভে যখন ময়লা জমে,
__________ তখন কমে।
উত্তরঃ জিভে যখন ময়লা জমে,
হজমশক্তি তখন কমে।
(ড) ঝরনার জল কাজে লাগে,
শরীর __________ ভালো রাখে।
উত্তরঃ ঝরনার জল কাজে লাগে,
শরীর স্বাস্থ্য ভালো রাখে।
(ঢ) টাটকা __________ খেয়ে তো নাও,
সুস্থ যদি থাকতেই চাও।
উত্তরঃ টাটকা খাবার খেয়ে তো নাও,
সুস্থ যদি থাকতেই চাও।
(ণ) ডায়ারিয়ায় __________ হয়,
ও আর এস-এই সারে নিশ্চয়।
উত্তরঃ ডায়ারিয়ায় জলাভাব হয়,
ও আর এস-এই সারে নিশ্চয়।
শব্দঝুড়ি ঃ এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও আর এস, ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রোটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।
চতুর্থ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: বাংলা পূর্ণমান: ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ কবি ‘দিলখোলা’ হয়েছেন যার উপদেশে –
(ক) আকাশ
(খ) বায়ু
(গ) বাতাস।
(ঘ) খোলা মাঠ
উত্তর : (ঘ) খোলা মাঠ।
১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে-
(ক) সাগর
(খ) মাটি
(গ) সূর্য
(ঘ) ঝর্ণা
উত্তর : (গ) সূর্য।
১.৩ পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন-
(ক) সহিষ্ণু হতে
(খ) কর্মী হতে
(গ) কঠোর হতে
(ঘ) উদার হতে
উত্তর : (গ) কঠোর হতে।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
২.১ ‘আমায় দিল ভিক্ষা’ । — কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন ?
উত্তর : কবি এক্ষেত্রে শ্যামবনানীর কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথা বলেছেন।
২.২ মৌন শব্দের অর্থ কী?
উত্তর : মৌন শব্দের অর্থ হলো নীরবতা।
২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?
উত্তর : কবি চাঁদের থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন ?
উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষালাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন । বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময়েই চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান।
৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে ?
উত্তর : সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হূদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয়।
৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’ । — কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই ?
উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতার কবি সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র। বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:
‘বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র’
— ‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো ।
উত্তর : পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে
বাকি ঠিক সেভাবেই এই গােটা বিশ্ব প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিল-খোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।
Check Also All Classes Model Activity Task | Visit Here |
Study Solve Online Home Page | Click Here to Visit |