Class 3 Health & Physical Education Model Activity Task February 2022 part 2 Answers: model activity task class 3,model activity task,স্বাস্থ্য ও শারীর শিক্ষা,তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022,new model activity task,তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফেব্রুয়ারী মাস,তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফেব্রুয়ারী,তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফেব্রুয়ারী 2022,স্বাস্থ্য ও শারীর শিক্ষা তৃতীয় শ্রেণি পূর্ণমান ১৫ ,class 3 স্বাস্থ্য ও শারীর শিক্ষা model activity task part 2 February 2022 ,স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2022 Model Task Answer.

Class 3 Health & Physical Education Model Activity Task February 2022 part 2 Answers:
Topic | Model Activity Task |
Class | 3 |
Subject | Health & Physical Education |
Full Marks | 15 |
Task Period | February 2022 |
নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) প্রতিদিন সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয়?
উত্তরঃ দেহ ও মন ভাল থাকে।
(খ) প্রতিদিন বাড়িতে তুমি কী কী কাজ করাে তার তালিকা তৈরি করাে।
উত্তরঃ বই গুছানাে,নিজের জামা-কাপর ধুয়া,জুতা সাফাই।
(গ) প্রতিদিন কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে?
উত্তরঃ যােগাসন।
(ঘ) তুমি নিজে অনুশীলন করাে এমন যেকোনাে দুটি যােগাসনের নাম লেখাে।
উত্তরঃ পদ্মাসন ও শবাসন।
(ঙ) স্কুলে কী কী শেখা যায় ?
উত্তরঃ পড়াশুনা ও যােগাসন।
(চ) কারা কারা তােমার গুরুজন তা লেখাে।
উত্তরঃ শিক্ষক-শিক্ষিকা,পি-মাতা এবং আমাদের থেকে বড় সক্কলেই।
(ছ) কোন কোন কাজ তােমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করাে।
উত্তরঃ স্নান করা, দাঁত মাজা, নিজের জামাকাপড় ধোঁয়া ।
(জ) কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করাে তা লেখো।
উত্তরঃ কারণ, জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবেনা।
(ঝ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখাে।
উত্তর- খাবার ঢেকে রাখতে হয় কারণ খাবারে মাছি। বসলে নানারকমের রােগ হয়।
(ঞ) থুথু অতি নােংরা জিনিস ব্যাখ্যা করাে।
উত্তর- যক্ষা, কাশি, নিউমােনিয়া এসব থুথু থেকেই ছড়ায়। তাই যেখানে সেখানে থুথু ফেললে জীবাণু ছড়ায়।
(ট) প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে?
উত্তর- প্রতিদিন শোয়ার আগে আমাদের চোখে মুখে জল দিতে হবে ও মশারি টাঙাতে হবে।
(ঠ) খেলাধুলাে করলে আমাদের কী কী উপকার হয় তা লেখাে।
উত্তর: খেলাধুলা করলে দেহ মন ও স্বাস্থ্য ভালো থাকে ।
(ণ) আমাদের কী কী খাওয়া অত্যন্ত প্রয়ােজনীয় তা তালিকাভুক্ত করাে।
উত্তর: ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার ।
Check Also:
Class 3 Bengali Model Activity Task February 2022 part 2 Answers
Class 3 English Model Activity Compilation Part 8