১. বায়ুচাপ মাপক এককটি হল—
(a) মিলিবার
(b) ঘনমিটার
(c) কিউসেক
(d) গ্রাম
২. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ-
(a) 1013.25 মিলিবার
(b) 1310.25 মিলিবার
(c) 113.25 মিলিবার
(d) 1325.10 মিলিবার
৩. অ্যানাবেটিক বায়ু একপ্রকার—
(a) নিয়ত বায়ু
(b) সাময়িক বায়ু
(c) স্থানীয়বায়ু
(d) আকস্মিক বায়ু
৪. পম্পেরা প্রবাহিত হয় যে দেশে সেটি হল—
(a) পেরু
(b) আর্জেন্টিনা
(c) কানাডা
(d) সাহারা
৫. মিশরের শুষ্ক উয় বায়ু হল—
(a) সিরােক্কো
(b) ঘামসিন
(c) কন্
(d) গিবলি
৬. বায়ুর গতিবেগের একক—
(a) নট
(b) ডাইন
(c) মিলিবার
(d) গ্রাম
৭. রােণ উপত্যকায় প্রবাহিত বায়ুটি—
(a) মিষ্ট্রাল
(b) চিনুক
(c) কন
(d) লেভেচে
৮. গর্জনশীল চল্লিশা বলা হয়—
(a) 40° উঃ
(b) 40° দঃ
(c) 40° পূঃ
(d) 40° পঃ
৯. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেমিতে–
(a) 1gm
(b) 10gm
(c) 100gm
(d) 1000gm
১০. ভূ-পৃষ্ঠে সূর্যরশ্মি তির্যকভাবে পৌছালে তাপের প্রখরতা—
(a) কমে
(b) বাড়ে
(c) কমাবাড়া হয়
(d) একই থাকে
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর-Class 10th Geography MCQ
মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণীর ভূগোল প্রশ্নোত্তর
১১. উচ্চ পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপ ঘটে—
(a) রাত্রিতে
(b) ভােরে
(c) বিকালে
(d) মধ্যাহ্নে
১৩. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হল—
(a) অল্টোমিটার
(b) হাইগ্রোমিটার
(c) থার্মোমিটার
(d) ব্যারােমিটার
১৪. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটি হল-
(a) হাইগ্রোমিটার
(b) সাইক্রোমিটার
(c) অল্টোমিটার
(d) থার্মোমিটার
১৫. তুন্দ্রা জলবায়ুতে শীতকাল—
(a) ক্ষণস্থায়ী
(b) দীর্ঘস্থায়ী
(c) তিনমাসব্যাপী
(d) কোনােটি নয়
১৬. বৃষ্টি মাপক যন্ত্রটি হল—
(a) ব্যারােগ্রাফ
(b) সিসমােগ্রাফ
(c) রেনগজ
(d) কোনােটিই নয়
১৭. জলবায়ুর শ্রেণিবিভাগ করেন—
(a) কোপেন
(b) ওয়েগনার
(c) ডেভিস
(d) চেম্বারলিন।
১৮. নিরক্ষীয় জলবায়ুতে বৃষ্টিপাত হয়—
(a) সকালে
(b) দুপুরে
(c) বিকেলে
(d) রাত্রে
২০. জলীয় বাষ্প থেকে বরফ কণায় রূপান্তরকে বলে—
(a) বাষ্পীভবন
(b) ঘনীভবন
(c) অধঃক্ষেপন
(d) সবকটিই
২১. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ—
(a) সাময়িক বায়ু
(b) নিয়ত বায়ু
(c) আকস্মিক বায়ু
(d) স্থানীয় বায়ু