Class 10 Math Model Task Part 5- দশম শ্রেণীর গণিত মডেল টাস্ক Part 5: WB Class X Model Activity Task Series II Part 5 Question & Answer | Class 10th Model Mathematics Part 5 Question & Answer | দশম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর সমাধান (আগস্ট).
Class 10 Math Model Task Part 5- দশম শ্রেণীর গণিত মডেল টাস্ক Part 5
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ) :
(i) x ∝ y এবং 5x = 3y হলে, ভেদ ধ্রুবকের মান হবে – (a) 5 (b) `\frac{5}{3}` (c) 3 (d) `\frac{3}{5}`
Ans: (d) `\frac{3}{5}`
(ii) অমল 5000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলাে – (a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5
Ans: (a) 3:2
(iii) 0 কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে। 0Q = 9 সেমি, PO = 15 সেমি. হলে PQ-এর দৈর্ঘ্য হবে – (a) 6 সেমি (b) √(15)2 –(9)2 সেমি (c) √(15)2 + (9)2 সেমি (d) 13 সেমি
Ans: : (b) √(15)2 –(9)2 সেমি
(iv) দুটি নিরেট গােলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25 : 16 হলে, তাদের আয়তনের অনুপাত হবে (a) 5:4 (b) 64: 125 (c) 4:5 (d) 125 : 64
Ans: d) 125 : 64
2. সত্য/মিথ্যা লেখে (T/F):
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
`\therefore x =k_{1} yz` …………………..(i) [`k_{1}`= অশূন্য ভেদ ধ্রুবক]
`y ∝ zx`
`\therefore y =k_{2} zx` …………………..(ii) [`k_{2}`= অশূন্য ভেদ ধ্রুবক]
i নং ও ii নং গুন করে পাই,
`xy=k_{1}k_{2}xyz^{2}`
Or, `z^{2}=\frac{1}{k_{1}k_{2}}`
`\therefore z=` ধ্রুবক( প্রমাণিত).
4. যুক্তি দিয়ে প্রমাণ করাে যে, যে- কোনাে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
Ans:
এছাড়া দেখে নাও:
Class10 Life Science Model Task- দশম শ্রেণীর জীবন বিজ্ঞান(Part 5)
Class 10 Physical Science Model Task – দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ( Part 5)
Wow
Thanks
The answers is helpful
All answers are correct.I really get help from this answers.
Thank u 🥰🥰
Thanks for the info.
Thank you very much
Thanks a lot for this