Biology(জীববিদ্যা) GK in Bengali for Competitive Exam | Part 1: আমাদের এই Study Solve Online Web Portal -এ সবাইকে স্বাগতম। আজকের এই পোষ্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম Biology(জীববিদ্যা) GK in Bengali for Competitive Exam পার্ট ১ । আমরা পরবর্তী পোষ্টগুলিতে এই ধরণের আরও অনেক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করার চেষ্টা করবো যা WBCS , PSC Clerkship, Miscellaneous, WBP Constable, WBP SI, Railway Group D, NTPC প্রভৃতি পরীক্ষার জন্য খুবই উপকারী ও উপযোগী হবে। এগুলি নিয়মিত প্রাকটিস করলে আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পথ সহজ হবে।
Biology(জীববিদ্যা) GK in Bengali for Competitive Exam | জীববিদ্যা থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ
1) অক্সিন গাছের কোথায় পাওয়া যায়?
উ: বিটপের ডগায়।
2) প্রকৃতিতে নিষেক বিহীন বীজহীন ফল সৃষ্টির পদ্ধতি কে কি বলে?
উ: পার্থেনোকার্পি।
3) পাতা ও ফল এর পতন রোধ করে কোন হরমোন?
উ: অক্সিন।
4) ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়?
উ: ইনসুলিন।
5) বংশগতিবিদ্যার জনক কে?
উ: মেন্ডেল।
6) জেনেটিক শব্দের অবতারণা কে করেন?
উ: বেটসন।
7) অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা কে?
উ: ল্যামার্ক।
8) ন্যাচারাল সিলেকশন মতবাদ এর সূত্রপাত কে করেন?
উ: ডারউইন।
9) জীব বিদ্যার নিউটন কাকে বলা হয়?
উ: ডারউইন।
10) অর্জিত গুণের বংশগতি মতবাদের প্রবক্তা কে?
উ: ল্যামার্ক।
11) মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উ:Homo sapiens sapiens.
12) গয়টার যে অঙ্গে হয় তার নাম কি?
উ: থাইরয়েড।
13) জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
উ: ডঃ খোরনা।
14) পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে?
উ: এন্টোমলজি।
15) যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে?
উ: ক্রায়োফাইট।
16) কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
উ: জিব্বেরেলিন।
17) জীবাশ্ম ঘটিত উদ্ভিদ চর্চাকে কি বলে?
উ:প্যালিও উদ্ভিদবিদ্যা।
18) কোন প্রক্রিয়ায় জীব দেহের শক্তির মুক্তি ঘটে?
উ: শ্বসন।
19) দূরের জিনিস ভালো করে দেখতে না পাওয়ার রোগকে কি বলে?
উ: মায়োপিয়া।
20) মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি?
উ: ফিমার।
21) ফুসফুসের আবরণকে কি বলে?
উ: প্লুরা।
22) হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
উ: পেরিকার্ডিয়াম পর্দা।
23) স্নায়ু তন্ত্রের এককের নাম কি?
উ: নিউরোন।
24) সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে?
উ: ভিটামিন ডি।
25) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
উ: ভিটামিন ডি।
26) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উ: ভিটামিন এ।
27) প্রজনন ক্ষমতা হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে?
উ: ভিটামিন ই।
28) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
উ: ভিটামিন বি।
29) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখ?
উ: ইউগ্লিনা।
30) আলোর প্রকৃতি কিরূপ?
উ: পরিবর্তিত কান্ড।
31) সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কি?
উ: মেসোফিল কলা।
32) মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
উ: অক্সিজেন।
33) মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গের নাম কি?
উ: যকৃত।
34) নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে কি বলে?
উ: অপুংজনি।
35) বংশগতির একক কি?
উ: জিন।
36) পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি?
উ: হামিং বার্ড।
37) জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি?
উ: ফাইলোজেনি।
38) কাকে রাসায়নিক দূত বলা হয়?
উ: হরমোন।
39) জলের ব্যাকটেরিয়াজনিত জীবানু নাশ এর উপায় কে কি বলে?
উ: ওজোনোলিসিস।
40) স্মৃতিশক্তি হ্রাস জনিত রোগের নাম কি?
উ: অ্যামোনিয়া।
41) উদ্ভিদ ও সবজি চাষের পদ্ধতি কে কি বলে?
উ: অ্যাবরিকালচার।
42) কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
উ: অক্টোপাস।
43) পরিবেশ সংক্রান্ত চর্চাকে কি বলে?
উ: ইকোলজি।
44) মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি?
উ: সেরিব্রাম।
45) কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়?
উ: লৌহ।
46) সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
উ:O গ্রুপ।
47) মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?
উ: ক্যালসিয়াম।
48) উদ্ভিদের কোন রেচন পদার্থ চর্ম শিল্পে ব্যবহৃত হয়?
উ: ট্যানিন।
49) জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
উ: যকৃৎ।
50) কোন মশার কামড়ে ফাইলেরিয়া রোগ হয়?
উ: কিউলেক্স।
Check Also:
পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Physics G.K Question in Bengali
Bengali GK MCQ Question and Answers- বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
Indian History GK in Bengali pdf- ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর