Bengali GK MCQ Question and Answers- বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
১) নিম্নের কোনটি পৃথিবীর নিরব শহর নামে পরিচিত ?
ক) প্যারিস
খ) ওয়াশিংটন
গ) লন্ডন
ঘ) রোম
২) কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ?
ক) কপিল দেব
খ) রাহুল দ্রাবিড়
গ) কে এল রাহুল
ঘ) ভিভিএস লক্ষণ
৩) আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় –
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৪৬ সালে
৪) ম্যাডোনা ছবিটি এঁকেছেন –
ক) মাইকেল এঞ্জেলো
খ) রাফায়েল
গ) পাবালো পিকাসো
ঘ) লিওনার্দো দ্য ভিঞ্চি
৫) নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত?
ক) পাটনায়
খ) রাঁচিতে
গ) বিজাপুরে
ঘ) যোধপুরে
৬) ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?
ক) ভাস্কো-দা-গামা
খ) কলম্বাস
গ) রবার্ট ক্লাইভ
ঘ) ভেসপুচী
৭) সার্ক কত সালে গঠিত হয়?
ক) ১৯৯৬ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৯৯ সালে
৮) বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত?
ক) মাদার টেরেজা
খ) প্রীতিলতা ওয়াদ্দার
গ) কল্পনা দত্ত
ঘ) বিরাঙ্গনা দেবী
১০) শ্রীচৈতন্য দেব প্রবর্তিত ধর্মের নাম হল –
ক) হিন্দু
খ) জৈন
গ) বৌদ্ধ
ঘ) বৈষ্ণব
১১) পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন –
ক) স্বামী দয়ানন্দ
খ) অরবিন্দ ঘোষ
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) বিদ্যাসাগর
১২) ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত –
ক) হরিশ বর্মণ
খ) আব্দুল কালাম
গ) অটলবিহারী বাজপেয়ী
ঘ) রঘুরাম মালিক
১৩) দুদুমিঞা ছিলেন –
ক) কোল বিদ্রোহের নেতা
খ) ফরাজি বিদ্রোহের নেতা
গ) সাঁওতাল বিদ্রোহের নেতা
ঘ) ডাণ্ডি অভিযানের নেতা
১৪) WTO সদরদপ্তর কোথায় অবস্থিত ?
ক) সুইজারল্যান্ড
খ) ওয়াশিংটন
গ) জেনেভা
ঘ) প্যারিস
১৫) আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক) রুজভেল্ট
খ) জর্জ ওয়াশিংটন
গ) আব্রাহাম লিঙ্কন
ঘ) বারাক ওবামা
১৬) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ?
ক) বোম্বে
খ) লাহোর
গ) কলকাতা
ঘ) নয়া দিল্লী
১৭) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
ক) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
খ) বি. আর. আম্বেদকর
গ) সচ্চিদানন্দ সিনহা
ঘ) জওহরলাল নেহেরু
১৮) নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) ইংল্যান্ড
গ) রাশিয়া
ঘ) জার্মানি
১৯) সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ?
ক) ভাষা
খ) ভূমি সংস্কার
গ) দলত্যাগ বিরোধী আইন
ঘ) রাজ্যসভার আসন বণ্টন
২০) অবাক জলপান নাটকটি লিখেছেন –
ক) সুকুমার রায়
খ) অন্নদা শঙ্কর রায়
গ) সমরেশ বসু
ঘ) তুলসী লাহিড়ী
২১) নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল –
ক) বাঁকুড়া জেলায়
খ) নদীয়া জেলায়
গ) হুগলী জেলায়
ঘ) মালদা জেলায়
২২) বেদ কথার অর্থ কি ?
ক) জ্ঞান
খ) পবিত্র
গ) শিষ্য
ঘ) নির্ভীক
২৩) অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে ?
ক) ১৯৩৪ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৩৮ সালে
ঘ) ১৯৪০ সালে
২৪) রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পুস্তকের চিত্রাঙ্কন করেছেন কে ?
ক) নন্দলাল বসু
খ) যামিনী রায়
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ঠাকুর নিজেই
২৫) বিখ্যাত চিত্রকলা মোনালিসা ছবিটি আছে –
ক) মেট্রোপলিটন মিউজিয়ামে
খ) ল্যুভর মিউজিয়ামে
গ) গিমে মিউজিয়ামে
ঘ) ব্রিটিশ মিউজিয়ামে
২৬) M.K.S. পদ্ধতিতে বলের একক—
ক) প্যাসকেল
খ) নিউটন
গ) ওহম
ঘ) গ্রাম
২৭) সিলিন্ডারের ব্যাস মাপা যেতে পারে কোন যন্ত্রের সাহায্যে?
ক)মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) স্লাইড ক্যালিপার্স
ঘ) গজকাঠি
২৮) তড়িৎ পরিবাহিতার একক কী?
ক) ওহম
খ) কুলম্ব
গ) ভোল্ট
ঘ) সিমেন্স
২৯) গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার 2020- 21 কে পেলেন?
ক) উষা মঙ্গেস্কার
খ) অল্কা ইয়াগ্নিক
গ) কবিতা কৃষ্ণমূর্তি
ঘ) শ্রেয়া ঘোষাল
৩০) চেরুভ নদীর তীরে cable-stayed bridge উদ্বোধন করলো কোন রাজ্য?
ক) তেলেঙ্গানা
খ) নাগাল্যান্ড
গ) হিমাচল প্রদেশ
ঘ) অরুণাচল প্রদেশ
You might be also like:
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
সাধারণ জ্ঞানঃ কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়?
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর
Bangla GK(সাধারণ জ্ঞান)- ভারতের উচ্চতম, ভারতের বৃহত্তম, ভারতের দীর্ঘতম
বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম