Bangla GK(সাধারণ জ্ঞান)- ভারতের উচ্চতম, ভারতের বৃহত্তম, ভারতের দীর্ঘতম
ভারতের উচ্চতমঃ
ভারতের উচ্চতম বিমানবন্দর ?
উঃ লাদাকের চসুল।
ভারতের উচ্চতম মিনার ?
উঃ নিউদিল্পির বিকাশ মিনার (23 তলা)।
ভারতের উচ্চতম গিরিপথ ?
উঃ জম্মু ও কাশ্মীরের কার্ণেল।।
ভারতের উচ্চতম দরজা ?
উঃ দিল্লির বুলন্দ দরওয়াজা।
ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ ?
উঃ গড উইন অস্টিন বা K2
ভারতের উচ্চতম বাঁধ ?
উঃ পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল।।
ভারতের উচ্চতম মন্দির ?
উঃ মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির।
ভারতের উচ্চতম মূর্তি ?
উঃ কর্ণাটকের গােমতেশ্বর।।
ভারতের উচ্চতম রেল স্টেশন ?
উঃ দার্জিলিং-এর ঘুম।
ভারতের উচ্চতম জলপ্রপাত ?
উঃ কর্ণাটকের গারসােপ্পা।।
ভারতের উচ্চতম স্তূপ ?
উঃ মধ্যপ্রদেশের সাচী স্তূপ।
ভারতের উচ্চতম্ভ স্তম্ভ ?
উঃ জলন্ধরের টিভি টাওয়ার।
ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ ?
উঃ সারনাথের অশােক স্তম্ভ।
ভারতের বৃহত্তমঃ
ভারতের বৃহত্তম মন্দির ?
উঃ মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির।
ভারতের আয়তনের নিরিখে বৃহত্তম নগরী ?
উঃ কলিকাতা।
ভারতের আয়তনের নিরিখে বৃহত্তম রাজ্য ?
উঃ রাজস্থান।
ভারতের বৃহত্তম বিমান বন্দর ?
উঃ কলিকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।
ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ?
উঃ কলিকাতা বিশ্ববিদ্যালয়।
ভারতের বৃহত্তম চিড়িয়াখানা ?
উঃ কলিকাতার আলিপুর চিড়িয়াখানা।
ভারতের বৃহত্তম গুহা মন্দির ?
উঃ মহারাষ্ট্রের ইলােরা।
ভারতের বৃহত্তম অভিধান ?
উঃ বাচস্পত্যভিধান (সংস্কৃত)।’
ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর ?
উঃ মুম্বাইয়ের সান্তাক্রজ বিমানবন্দর।
ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা ?
উঃ জামসেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল।
ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ?
উঃ হাওড়ার বােটানিক্যাল গার্ডেন।
ভারতের বৃহত্তম পর্বতমালা ?
উঃ হিমালয় পর্বতমালা।
ভারতের বৃহত্তম পশুমেলা সংঘটিত হয় ?
উঃ বিহারের শােনপুর।।
ভারতের বৃহত্তম বন্দর ?
উঃ মুম্বাই।।
ভারতের বৃহত্তম ব-দ্বীপ ?
উঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন।
ভারতের বৃহত্তম বনভূমি ?
উঃ অসমে।
ভারতের বৃহত্তম বাঁধ ?
উঃ বিহারের শােন বাঁধ।
ভারতের বৃহত্তম মরুভূমি ?
উঃ রাজস্থানের থর মান
ভারতের বৃহত্তম মসজিদ ?
উঃ দিল্লির জুম্মা মসজিদ।
ভারতের বৃহত্তম জাদুঘর ?
উঃ কলিকাতার ভারতীয় জাদুঘর।
ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল ?
উঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ভারতের বৃহত্তম রেল স্টেশন ?
উঃ মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস।
ভারতের বৃহত্তম গম্বুজ ?
উঃ বিজাপুরের গােল গম্বুজ।
ভারতের বৃহত্তম গ্রন্থাগার ?
উঃ কলিকাতার ন্যাশনাল লাইব্রেরী।
ভারতের বৃহত্তম সার কারখানা ?
উঃ সিন্ধি।
ভারতের বৃহত্তম সমাধি সৌধ ?
উঃআগ্রার তাজমহল।
ভারতের বৃহত্তম হ্রদ ?
উঃ কাশ্মীরের উলার হ্রদ।
ভারতের বৃহত্তম জেলা ?
উঃ বিশাখাপত্তনম।
ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক ?
উঃ কলিকাতার টালা ট্যাঙ্ক।
ভারতের জনসংখ্যার নিরিখে বৃহত্তম রাজ্য ?
উঃ উত্তরপ্রদেশ।
ভারতের দীর্ঘতমঃ
ভারতের দীর্ঘতম গুহামন্দির ?
উঃ মহারাষ্ট্রের কৈলাস মন্দির (ইলােরা)।
ভারতের দীর্ঘতম নদী ?
উঃ গঙ্গা।
ভারতের দীর্ঘতম বারান্দা ?
উঃ তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের বারান্দা।
ভারতের দীর্ঘতম বাঁধ ?
উঃ হীরাকুঁদ বাঁধ।
ভারতের দীর্ঘতম ময়দান ?
উঃ কলিকাতা ময়দান (গড়ের মাঠ)।
ভারতের দীর্ঘতম রেলপথ ?
উঃ দক্ষিণ রেলপথ।।
ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ?
উঃ পশ্চিমবঙ্গের খড়গপুর।
ভারতের দীর্ঘতম কংক্রিট সেতু ?
উঃ পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্রীজ।
ভারতের দীর্ঘতম খাল ?
উঃ বিকানীর খাল।।
ভারতের দীর্ঘতম সুরঙ্গপথ ?
উঃ জওহর টানেল।
ভারতের দীর্ঘতম সেতু ?
উঃ বিহারের শােন ব্রীজ।
ভারতের দীর্ঘতম সড়ক ?
উঃ বারানসী-কন্যাকুমারিকা রােড।