2022(January) স্বাস্থ্য ও শারীর শিক্ষা (Health & Physical Education):পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022,স্বাস্থ্য ও শারীর শিক্ষা,স্বাস্থ্য ও শারীর শিক্ষা জানুয়ারি 2022,স্বাস্থ্য ও শারীরশিক্ষা,স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী জানুয়ারি 2022,চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022,পঞ্চম শ্রেণির মডেল এক্টিভিটি কম্প্লেশন স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রশ্নের উত্তর,ক্লাস ফাইভের জানুয়ারি স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রশ্নের উত্তর.
Board | West Bengal |
Topic | Model Activity Task 2022 |
Month | January |
Class | V |
Subject | Health & Physical Education |
Version | Bengali |
Official Website | www.banglarshiksha.gov.in |
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১x১৫ = ১৫
(ক) ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে – খাটে জানি দিন রাত।
(খ) শুকনাে যে আছে মাঠ চাষিরা তাে নেমে পড়ে, লাঙলের ব্যবহারে মাটি উর্বর করে।
(গ) সারাদিন কত কাজ নেই তার চোখে ঘুম, এই বুঝি শুরু হয় বর্ষার মরশুম।
(ঘ) ওইতাে বৃষ্টি নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে চুপ।
(ঙ) বীজ বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ ছড়ানাের কাজ সারা হল মাঠ জুড়ে।
(চ) বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল ভিজে জমি হল উর্বর চাষি ভাই করে কী যে!
(ছ) মাটির গর্ভে হবে ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া খাওয়া নেই আজ।
(জ) ঝলমলে সােনা রােদে আকাশটা ঝলমল, সােনালি ধানের খেত আজ বড়াে চঞ্চল।
(ঝ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া পাড়া।
(ঞ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া l
(ট) চাষিরা যে কত খুশি খুশিতে ভরেছে মন, দু মুঠো জুটবে ভাত ভাবছে সারাক্ষণ l
(ঠ) লােকজন ছুটে গেল উঠোনের কোণে আজ, শুরু হল ওই দ্যাখাে ধান, ঝাড়াইয়ের কাজ।
(ড) ধান ঝেড়ে ফেলা হল রাশি রাশি সােনা ধান, বাইরে রাখলে সব হয়ে যাবে ম্রিয়মাণ।
(ঢ) তাই সব ধান আজ মড়াইয়েতে পেল স্থান, কৃষকের ঘরে আজ ফিরে এল সম্মান।
(ণ) এত যে পরিশ্রম ধন্য যে হল আজ, টেকিতেই শুরু ওই ধান ভাঙানাের কাজ।
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বার, বীজ, ছড়ানাের, গর্ভে, খাওয়া, রােদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সােনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বর, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানাের। |
Also Check:
2022 {January) Class 5 All Subject Answer PDF Part 1 Model Activity Task
অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক | এখানে ক্লিক করুন |
এই ব্লগের হোমপেজে যাওয়ার জন্য | এখানে ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত হওয়ার জন্য |
এখানে ক্লিক করুন |